Connect with us

কমিউনিটি সংবাদ

নিউইয়র্ক মাতাতে আসছেন তাহসান

Published

on

নিউইয়র্ক মাতাতে আসছেন তাহসান

৩০ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাল মেলা

প্রবাসী বাংলাদেশিদের গানে গানে মাতিয়ে তুলতে নিউইয়র্কে আসছেন গায়ক ও অভিনেতা তাহসান। সাথে থাকবেন মাশা ইসলামসহ দেশী-প্রবাসী অনেক প্রখ্যাত শিল্পী। যারা দর্শকদের উদ্দেশ্যে গাইবেন, নাচবেন, আলাপচারিতায় আনন্দে মাতাবেন। নিউইয়র্কের সুপরিচিত সংগঠন বাংলাদেশ আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশন অফ হিলসাইড এভিনিউ, ভাল এবং ডিএইচ কেয়ারের উদ্যোগে আগামী ৩০ জুন রোববার তাহসানদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভাল মেলা’।
নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যামাইকার ১৬৫-১৬৮ স্ট্রিট এবং হাইল্যান্ড অ্যাভিনিউতে এ মেলা দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, এই ‘ভাল মেলা’কে কেন্দ্র করে যে অনুষ্ঠান, সেখানে যে কেউ অংশ নিতে পারবেন, থাকছে না টিকেট ব্যবস্থা। মেলায় আগতদের জন্য থাকবে লাইভ মিউজিক, আর্টস অ্যান্ড ক্রাফটস, বাচ্চাদের খেলার জায়গা, সব ধরনের দেশীয় মজাদার ও সুস্বাদু খাবার। মেলায় দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পোশাকসহ দেশীয় নিত্য ব্যবহার্য জিনিসপত্রের স্টল দিতে পারবেন। যেখানে চাইলে ক্রেতারা অনায়াসে কেনাকাটা সেরে ফেলতে পারবেন গান শুনতে শুনতে। একই সাথে এবারের মেলায় থাকছে বিলাসী গাড়ি প্রদর্শনীর ব্যবস্থা। মেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ফেইসবুকে Facebook.com/bhalo.org এবং @nhaloinc ক্লিক করতে পারেন প্রবাসীরা।

Advertisement
Comments
Advertisement

Trending