Connect with us

কমিউনিটি সংবাদ

নিউইয়র্ক লায়ন্স ক্লাবের নিবার্চন প্রেসিডেন্ট রকি, সেক্রেটারি রাসেল

Published

on

নিউইয়র্ক লায়ন্স ক্লাবের নিবার্চন প্রেসিডেন্ট রকি, সেক্রেটারি রাসেল

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নিবার্চন অনুষ্ঠিত হয়েছে । এতে ২০২৪-২৫ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় রকি আলিয়ান সভাপতি এবং জেএফএম রাসেল পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৩ জুলাই শনিবার তফশিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল । মেম্বারশিপ চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী থাকায় অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মেম্বারশিপ চেয়ারপারসন পদে মোহাম্মদ আজাদ এবং মোহাম্মদ এস হোসেন প্রার্থী হলেন। এই একটি মাত্র পদে সেদিন নিবার্চন অনুষ্ঠিত হয়েছিল। ১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭ টা থেকে শুরু হয়ে ভোট চলে রাত ১০টা পর্যন্ত। এতে ১২০ জন সদস্যের মাঝে ৮৫ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোহাম্মদ আজাদ পেয়েছেন ২৪ ভোট এবং মো. এস হোসেন পেয়েছেন ৬১ ভোট। রাত ১১টায় ভোট গণনা শেষে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। এসময় নির্বাচন প্রক্রিয়ায় সার্বিক সহায়তার জন্যে সদস্যদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন নির্বাচন কমিশনার ও ফাউন্ডার প্রেসিডেন্ট মো. মতিউর রহমান, সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, অ্যাটর্নি মঈন চৌধুরি ও মোহাম্মদ আলী। ভোট গণনার সময়ে বক্তব্য দেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, সেক্রেটারি জেএফএম রাসেল, ক্লাব ট্রেজারার মশিউর রহমান মজুমদার, মেম্বারশিপ চেয়ারপারসন এফইএমডি রকি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মেম্বারশিপ চেয়ারপারসন পদে বিজয়ী মো. এস হোসেন। পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার পর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট রকি আলিয়ান । অনুষ্ঠান শেষ কেক কেটে এবং নৈশভোজে সকলকে আমন্ত্রণ জানানো হয়।

Advertisement
Comments
Advertisement

Trending