Connect with us

কমিউনিটি সংবাদ

নিউইয়র্ক সিটিতে উচ্ছেদ করা হবে আশ্রয়প্রার্থীদের

Published

on

নিউইয়র্ক সিটিতে উচ্ছেদ করা হবে আশ্রয়প্রার্থীদের

নতুন উচ্ছেদনীতি

নিউইয়র্ক সিটিতে সর্বশেষ উচ্ছেদ নীতি কার্যকর করা হয়েছে। প্রাথমিকভাবে চলতি সপ্তাহে প্রায় আড়াই শতাধিক অভিবাসীকে আশ্রয় কেন্দ্র ছেড়ে যেতে বলা হবে। ২২ মে বুধবার এই নীতি কার্যকর করা হয়। এর মাধ্যমে এক মাস আগে ৩০ দিনের নোটিস দিয়ে প্রাপ্তবয়স্কদের আশ্রয় ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়া হবে।
এদিকে ১৯৮১ সালে প্রণীত সিটির পুরানো “আশ্রয়ের অধিকার” আইনের অধীনে অভিবাসীরা ৩০ দিন পরে পুনরায় আবেদন করে নতুন আশ্রয় পেতে পারেন। তবে তারা যদি আরও বেশি সময় থাকতে চান, তাহলে তাদের অবশ্যই দেখাতে হবে যে তারা ‘ক্রান্তিকালীন পরিস্থিতি’ অতিবাহিত করছেন। পাশাপাশি পুনর্বাসনের জন্য ‘উল্লেখযোগ্য প্রচেষ্টা’ শুরু করেছেন।
এই উচ্ছেদনীতির মাধ্যমে ১৫ হাজার প্রাপ্তবয়স্ক অভিবাসীকে কভার করা হবে। যারা সিটির হোটেল, তাঁবুর ডরমিটরি এবং অন্যান্য ভবনগুলির একটি অ্যারেতে বাড়ি দেওয়ার জন্য অর্থ প্রদান করছেন। তবে নতুন এই উচ্ছেদনীতি শিশু ও অভিবাসী পরিবারের উপর কার্যকর করা হবে না। বর্তমানে সিটির আশ্রয়কেন্দ্রে ৬৫ হাজার অভিবাসনপ্রত্যাশী রয়েছে। ডেডলাইন এগিয়ে আসায় অনেকে এখন কোথায় যাবেন তা নিয়ে উদ্বিগ্ন।

এইসন রদ্রিগেজ নামে এক আশ্রয়প্রার্থী ব্যাকপ্যাক গুছিয়ে ফেলেছেন। স্প্যানিশ ভাষায় তিনি বলেন, বাধ্যতামূলকভাবে আশ্রয়কেন্দ্রে ছাড়ার কারণে নিউইয়র্ক সিটি ছেড়ে টেক্সাসে যাচ্ছেন। কোনো চাকরি ছাড়াই সিটিতে দুই মাস ছিলেন। চাকরি পেলে সিটি ছাড়তে হবে না। তবে চাকরি পাওয়াটা অনেক দূরুহ ব্যাপার তাদের জন্যে। ওশা ক্লাস, ইংলিশ ক্লাসসহ আরো প্রয়োজনীয় ক্লাসে অংশগ্রহণ করতে হয়। এসব কাজে উল্লেখযোগ্য উন্নতি করতে পারলে আশ্রয়কেন্দ্রে ৩০ থেকে ৬০ দিনের বেশি থাকার কথা চিন্তা করা হয় বলে জানান হোমলেস রাইটস প্রজেক্টের লিগাল এইড সোসাইটির স্টাফ এটর্নি ক্যাথরিন ক্লাইফ।

সিটি মেয়র এরিক এডামস প্রশাসনের সঙ্গে নতুন উচ্ছেদ নীতিতে ঐক্যমতে পৌঁছায় লিগাল এইড সোসাইটি। আড়াইশ অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয়কেন্দ্রে থাকার মেয়াদ ২২ মে থেকে ২৭ মে এর মধ্যে শেষ হয়ে যাবে। সিটির ইস্ট ভিলেজের রিটিকিটিং সেন্টারের সামনে জড়ো হয়েছেন অনেক আশ্রয়প্রার্থীরা। মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করবেন তারা।
ডিয়াগো নামের এক আশ্রয়প্রার্থী জানান, সিটির একটি আশ্রয়কেন্দ্রে গত এক বছর ধরে বাস করছেন তিনি। সাত দিন আগে তার মেয়াদ শেষ হয়েছে। এখন কোথায় রাত কাটাবেন তা নিয়ে চিন্তায় তিনি।
আগামী ২৭শে মে থেকে প্রাপ্ত বয়স্ক যেসব আশ্রয়প্রার্থী সিটিতে আসবে তাদেরকে নতুন নিয়ম মেনে চলতে হবে। ২৩ বছরের কম বয়সী অভিবাসনপ্রত্যাশী প্রাথমিকভাবে ৬০ দিন থাকতে পারবেন। যাদের বয়স ২৩ বছরের উপরে তারা ৩০ দিন থাকতে পারবেন।

নিউইয়র্ক সিটি প্রশাসন নতুন আইন বাস্তবায়ন কীভাবে করে তা গভীরভাবে নজর রাখবে বলে জানিয়েছে দ্য লিগাল এইড সোসাইটি।

Advertisement
Comments
Advertisement

Trending