নিউইর্য়কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় বাঙালিয়ানার বাংলা উৎসব ও পথমেলা। আগামী ৯ জুন রোববার জ্যামাইকায়, থমাস এডিসন স্কুলের সামনে সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত হতে যাওয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইন্ক, নিউইর্য়ক।
গেল বুধবার এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, নিউইর্য়কের কুইন্সের জ্যামাইকায় বাংলাদেশী কমিউনিটি সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এখানকার গুণী ও সফল মানুষদের সমস্বয়ে এবং তরুণ সমাজের নেতৃত্বে গত দুই বছর ধরে সফলভাবে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইন্ক্, নিউইর্য়ক সংগঠনটি চলছে। যারা বছরভর বিভিন্ন জাতীয় দিবস পালনের উদ্যোগ নেয়।
এরই ধারাবাহিকতায় এবারের মেলা। মেলা এবার সবচেয়ে আকর্ষণ থাকবে পান্তা ইলিশ । হাইল্যান্ড এভিনিউ এর ক্যাপ্টেন টিলি পার্কে পান্তা ইলিশ আপ্যায়ন করা হবে বেলা ১২ টা দুপুর ৩ টা পর্যন্ত। পান্তা ইলিশ আয়োজনের উদ্বোধক মূল ধারার রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাকটিভিস্ট মোহাম্মেদ এন মজুমদার। এদিকে , এবারের মেলাকে ঘিরে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা, বিন্দু কণাসহ প্রবাসে জনপ্রিয় শিল্পীরা।
এ বছরের বাংলা উৎসবের গ্র্যান্ড স্পন্সর হিসাবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম। বাংলা উৎসবটি পাওয়ার বাই ডিএইচ কেয়ার ও ভালো।