কমিউনিটি সংবাদ
পদোন্নতি পাচ্ছেন ডিটেকটিভ জামিল সারোয়ার
Published
4 months agoon
বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ সদস্যের সংখ্যা বাড়ছে। বাংলাদেশি নতুন প্রজন্মেরও আগ্রহ বাড়ছে বিশ্বের অন্যতম সেরা এই বাহিনীতে যোগ দিতে। এ পর্যন্ত এনওয়াইপিডিতে বাংলাদেশিদের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে উচ্চপদেও আসীন উল্লেখযোগ্য সংখ্যক সদস্য। সেরা এই বাহিনীতে ভাল কাজ করে প্রশংসাও কুড়াচ্ছেন এবং পদোন্নতিও পাচ্ছেন অনেকে।
এরই ধারাবাহিকতায় আগামী ৩১ মে শুক্রবার, কুইন্সের পুলিশ একাডেমিতে অনুষ্ঠেয় পদোন্নতি অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দিবেন। এই পদোন্নতি অনুষ্ঠানে পদোন্নতি পেতে যাচ্ছেন বাংলাদেশী-আমেরিকান ডিটেকটিভ জামিল সারোয়ার। তিনি ডিটেকটিভ তৃতীয় গ্রেড থেকে সম্মানজনক দ্বিতীয়-গ্রেড পদে পদোন্নতি পেতে যাচ্ছেন।
পদোন্নতিপ্রাপ্ত ডিটেকটিভ জামিল সারোয়ার পিরোজপুর শহরের বিশিষ্ট আইনজীবী মরহুম সারোয়ার হোসেন এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ সাবেক অধ্যক্ষ রেনু সারোয়ারের ছোট ছেলে।
জামিল সারোয়ার জনি ২০০৬ সালে বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০১২ সালে তিনি নিউইয়র্ক পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০১৬ সালের ১৭ এপ্রিল তিনি ডিটেকটিভ তৃতীয় গ্রেড হিসাবে পদোন্নতি লাভ করেন। ২০১৩ সালের ৪ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হন জামিল সারোয়ার জনি। অল্পের জন্য প্রাণরক্ষা পান তিনি। ডিটেকটিভ জামিল সারোয়ার পুলিশ বিভাগে অপরাধ তদন্ত কাজের পাশাপাশি, তিনি তার কর্মের জন্য নিউইয়র্ক সিটির অন্যান্য কমিউনিটি বিশেষ করে বাংলাদেশী কমিউনিটির মধ্যে সুপরিচিত এবং বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের মিডিয়া লিয়াজোঁ হিসেবে কর্মরত রয়েছে।
সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সাতবার তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিটেকটিভ। জামিল সারোয়ার জনি বর্তমানে নিউইয়র্ক পুলিশের গুরুত্বপূর্ণ বিভাগ ইন্টেলিজেন্স ডিভিশনের সাইবার ক্রাইম শাখায় কর্মরত রয়েছেন। এর আগে নিউইয়র্ক পুলিশের একটি দল রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সাইবার ক্রাইম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। ওই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। বর্তমানের ডিটেকটিভ জামিল সারোয়ার তার স্ত্রী লামিয়া নোশীন এবং সন্তান জুনায়না জামিল রূপকথা ও জোহরান জামিল গল্পকে নিয়ে লং আইল্যান্ডে বসবাস করেন ।