শীতের আমেজ শেষ হয়েছে যুক্তরাষ্ট্রে বসন্ত শুরু হয়েছে মাস খানেক । এরই মধ্যে নিউইয়র্কে বসবাসরত বাঙ্গালীদের মধ্যে তোড়জোর চলছে নানা উতসব আয়োজন, যেখানে অন্যতম পিকনিক। বাংলাদেশ থেকে আসা বিভিন্ন উপজেলা, জেলা, বিভাগীয় কমিউনিটির সমিতি ও সংগঠনগুলো মেতে উঠেছে বাঙালীয়ানা কৃষ্টি সংস্কৃতিতে। দেশের প্রায় সকল জেলার একক কিংবা একাধিক সংগঠন থাকলে ও বরিশাল বিভাগের ছয়টি জেলা তথা বরিশাল বিভাগ, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা নিয়ে উত্তর আমেরিকায় প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ ইনক্ একটি বড় সংগঠন। সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট আইন ব্যবসায়ী কাজী জামান উদ্দীন এবং সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম। গেল ২৬ মে রোববার লং আইল্যান্ডের সাউথহ্যেভন কাউন্টি পার্কে হয়ে গেল উত্তর আমেরিকার বৃহত্তম সংগঠন প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ ইনকের বছরের প্রথম পিকনিক। যেখানে উপস্থিত ছিলেন আমেরিকায় অবস্থানরত জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত পরিবারসহ নিউইয়র্কের অসংখ্য পেশাজীবি। অনুষ্ঠানটি সকাল ৯ টায় শুরু হয়ে শেষ হয় রাত ৮টা পর্যন্ত । এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গান বাজনার মাধ্যমে মাতিয়ে রাখেন নিউইয়র্কের সেরা শিল্পীরা। এদের মধ্যে অন্যতম হলো ড. কামরুল ইসলাম, সেলিম ইব্রাহিম, রাসেদ উদ্দীন আহমেদ হীরা , রওশনারা কাজল , রোকসানা সহ আরো ও অনেকে। সকাল থেকে চলতে থাকে ভেন্যুতে স্পটেই রান্না , চিকেন তন্দুরিসহ দেশী কায়দায় আরো্ও মজাদার খাবার। পিকনিক উপলক্ষে চন্দ্রমেলা নামে স্বরণিকা প্রকাশ করা হয়। এর সম্পাদনায় ছিলেন মনিরুজ্জামান মিয়া । সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সকল বিজ্ঞাপন দাতা , লেখক , প্রিন্ট মিডিয়া , সাংবাদিক ও বনভোজনে উপস্থিত সকলকে ধন্যবাদ ও সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। ১৫টি ইভেন্টের খেলাধূলায় মেতে উঠেছিল সব বয়সী ছেলে মেয়েসহ সকল নারী পুরুষ। আকর্ষনীয় পর্ব ছিল র্যাফেল ড্র । এতে স্বর্ণের হার ও স্বর্ণের চেইনসহ আরো্ও ১০ টি আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।