Connect with us

কমিউনিটি সংবাদ

বাংলাদেশি শাড়ি নিয়ে ‘শাড়ি গোজ গ্লোবাল’ অনুষ্ঠান

Published

on

বাংলাদেশি শাড়ি নিয়ে ‘শাড়ি গোজ গ্লোবাল’ অনুষ্ঠান

গত শনিবার নিউ ইয়র্ক শহরের টাইম স্কয়ারে ‘শাড়ি গোজ গ্লোবাল’ অনুষ্ঠানে শামিল হয়েছিল ৫০০’র অধিক নারী। বিশ্বব্যাপী শাড়িকে সংস্কৃতি এবং ঐতিহ্যর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত করা, নারীর ক্ষমতায়ন এবং তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখবার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে ডাক্তার দীপ্তি জৈন কর্তৃক প্রতিষ্ঠিত ‘ব্রিটিশ ওমেন ইন শাড়িস (BWIS)’ নামে ব্রিটেন এর একটি সংগঠন।
ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে শাড়ি পরিহিত নারীদের নিয়ে অনুষ্ঠানের পর, বিশ্বব্যাপী এর প্রচারের লক্ষ্যে, ডাক্তার রিতা কাকটি-শাহ পরিচালিত নিউ ইয়র্কের সংগঠন ‘উমা’কে সাথে নিয়ে এবারের আয়োজন ছিল আরো ব্যাপক। ভারত, বাংলাদেশ, নেপাল, উগান্ডা, ত্রিনিদাদ, ব্রিটেন, আমেরিকা সহ আরো অনেক দেশ এই আয়োজনে অংশগ্রহণ করে।
নাজনীন হোসেইন ও ড: সুবর্ণা খানের নেতৃত্বে, আমেরিকার বিভিন্ন অঞ্চল এবং ব্রিটেন থেকে আগত ১০০ এর অধিক নারীর সমন্বয়ে বাংলাদেশ দল লাল-সুবজের সাজে, দেশীয় শাড়ী পরে, নেচে গেয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরে।
অলিম্পিক প্যারেডের আদলে পতাকা হাতে বিভিন্ন দেশ ঢোলের তালে তালে টাইম স্কোয়ারের একটি অংশ প্রদক্ষিণ করে। বাংলাদেশ দলের পক্ষে রুবিনা আজিজ ও তাহেরা কবির প্লাকার্ডের মাধম্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শাড়ির পরিচিতি তুলে ধরে; যেমন ঢাকাই জামদানি ও মসলিন, রাজশাহী সিল্ক, মিরপুর কাতান, নকশি কাঁথা, তাঁত/মনিপুরী। প্যারেড শেষে সকল দেশ একের পর এক নৃত্য পরিবেশন করে। ‘চলো বাংলাদেশ’ গানের সাথে বাংলাদেশ দলের নৃত্য পরিবেশনা ভূয়সী প্রশংসা অর্জন করে।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে বেড়ে উঠা নতুন প্রজন্ম যেন ঐতিহ্যবাহী শাড়িকে তাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করে, শাড়িকে ভালোবাসে, এই আশা নিয়ে আবার এরকম একটি আয়োজন হবে, এই আশাবাদ ব্যাক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Advertisement
Comments
Advertisement

Trending