Connect with us

কমিউনিটি সংবাদ

বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুর বিএনপির কর্মীদের

Published

on

বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাংচুর বিএনপির কর্মীদের

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি সরাতে বাধ্য করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিউ ইয়র্ক দূতাবাস জানিয়েছে, সোমবার সকাল থেকে যুক্তরাষ্ট্র বিএনপির কতিপয় নেতাকর্মী ফোন দিয়ে কন্সাল জেনারেল ও ডেপুটি কন্সাল জেনারেলের সঙ্গে দেখা করতে চান। তারা তাদেরকে আসতে বলেন। কিন্তু তারা ৪০-৫০ জন কন্স্যুলেট ভবনের সামনে গিয়ে হাজির হন। প্রথমে তিনজনকে আলোচনার জন্য ডাকা হলে তারা অতর্কিতভাবে ৪০-৫০ জন একত্রে কন্স্যুলেটের ভেতরে ঢুকে পরেন। প্রথমেই তারা জানতে চান অফিসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি আছে কিনা? এমন সময় তারা কন্সাল জেনারেল নাজমুল হুদার কার্যালয়ে এবং ডিপুটি কন্সাল জেনারেল নাজমুল হাসানের কার্যালয়ে ঢুকে দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি দেখতে পেয়ে তারা নিজেরাই ছবি নামাতে যান। কনসাল জেনারেল ও ডিপুটি কনসাল তাদেরকে বলেন আমাদের হাতে একটি নির্দেশনা এসেছে সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলার। আমরা এ ছবি এখনই সরিয়ে নেব। এরপর বিএনপির নেতাকর্মীরা নিজ হাতে ছবি ও কিছু নৌকা নামিয়ে ফেলেন। বঙ্গবন্ধুর ছবি সরাতে চাইলে ডেপুটি কন্সাল জেনারেল নাজমুল হাসান তা নিজের হাতে সরিয়ে দেন।
তবে তারা কোন ধরনের ভাংচুর বা ক্ষয়ক্ষতি করেননি বলে জানান ডেপুটি কন্সাল। কনসাল জেনারেল নাজমুল হুদা জানান দূতাবাসে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি নামাতে বাধ্য করা কাউকেই তিনি চেনেন না। এর আগে কখনও তাদেরকে দেখেননি। একইভাবে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ছবি নামাতে বাধ্য করা হয়েছ বলে জানা গেছে।

Advertisement
Comments
Advertisement

Trending