বাংলাদেশ সোসাইটির ভোটার নিবন্ধন চলছে। সংগঠনের সদস্য হয়েও এখনও যারা ভোটার হিসেবে নিজেদের নাম নিবন্ধন করেননি তাদেরকে নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত সোসাইটির ভোটার হওয়ার জন্য বিভিন্ন স্পটে নিবন্ধন কর্কাণ্ড পরিচালনার পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া আগামী অক্টোবর নির্বাচনের প্রার্থীরা তাদের নিজ নিজ উদ্যোগে সদস্যদের ভোটার করার জন্য এগিয়ে এসেছেন। সোসাইটির পদ প্রার্থীরা নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ফর্ম নিয়ে যাচ্ছেন। বিভিন্ন অনুষ্ঠান আয়োজনেও ফর্ম হাতে দেখা যাচ্ছে তাদের। সবার সঙ্গে সাক্ষাৎ করে তারা ভোটার নিবন্ধনে কাজ করছেন। জানা গেছে, গতবারের মতো এবারও ভোটার ফি ২০ ডলার রাখা হয়েছে। তবে যারা ভোটার হবেন তাদেরকে অবশ্যই যুক্তরাষ্ট্রের সিটিজেনশীপ থাকতে হবে। সোসাইটিতে দুই রকমের ভোটার হওয়ার সুযোগ রয়েছে। এক হলো বছর ভিত্তিক সাধারণ সদস্য। আরেকটি হলো আজীবন সদস্য। সোসাইটির ভোটার নিবন্ধনের বিষয়ে সভাপতি আব্দুর রব মিয়া বলেন, এখনো যারা ভোটার হতে চান তারা এ সময়ের মধ্যে চাইলে ভোটার হতে পারবেন। ভোটার করার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এরই মধ্যে অনেকে নিজে এগিয়ে এসে ভোটার হয়েছেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের সাথে কথা বললে তারা সবার উদ্দেশ্যে বলেন, ভোট দিয়ে যোগ্যদের বেছে নিন।