Connect with us

কমিউনিটি সংবাদ

বাংলাদেশ সোসাইটির রুহুল-জাহিদ প্যানেলের পরিচিত সভা সম্পন্ন

Published

on

বাংলাদেশ সোসাইটির রুহুল-জাহিদ প্যানেলের পরিচিত সভা সম্পন্ন

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে রুহুল-জাহিদ পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি সেন্টারে আয়োজিত প্যানেল পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমদের স্ত্রী আফসারি আহমদ। জে মোল্লা সানির পরিচালনায় মঞ্চে আসন গ্রহন করেন বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি মোহাম্মদ রব মিয়া, নজির আহমদ ভান্ডারী, আনোওয়ারুল ইসলাম, মইনুজ্জামান চৌধুরী, গউস উদ্দীন খান, নাজমুল হাসান মানিক, আবুল খায়ের, জসিম উদ্দীন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, শাহ আলম, জামান তপন, মনির হোসেন, মাওলানা আবু জাফর বেগ ও মাওলানা জাকারিয়া মাহমুদ। প্যানেলের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ। এবার রুহুল-জাহিদ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন রুহুল আমিন সিদ্দিকী: সভাপতি, ফারুক চৌধুরী: সিনিয়র সহসভাপতি, আমিনুল ইসলাম চৌধুরী: সহসভাপতি, জাহিদ মিন্টু: সাধারন সম্পাদক, সরওয়ার খান : সহ সাধারন সম্পাদক, মোহাম্মদ নওশেদ হোসেন: কোষাধ্যক্ষ, মোহাম্মদ এস সাদী: সাংগঠনিক সম্পাদক, মনিকা রায় চৌধুরী: সাংস্কৃতিক সম্পাদক, নাদির আহমেদ আইয়ুব: সমাজসেবা সম্পাদক, রোমানা আহমদ: সাহিত্য সম্পাদক, আলমগীর হোসেন : ক্রিড়া সম্পাদক ও শাহনাজ হোসেন: স্কুল ও শিক্ষা সম্পাদক। কার্যকরি কমিটির সদস্য পদে লড়ছেন মোহাম্মদ রব মিয়া, মোহাম্মদ তাজু মিয়া, এমডি এন ইসলাম, রফিকুল ইসলাম ডালিম ও সাইফুল ইসলাম। উল্লেখ্য আগামী ২২ অক্টোবর ২০২৪ বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত। এতে ১৮ হাজার প্রবাসী বাংলাদেশি ভোট প্রদানের সুযোগ পাবেন।
এ সময় প্রত্যেক প্রার্থী তাদের নিজ নিজ পরিচয় তুলে ধরেন। সংক্ষিপ্ত বক্তৃতায় সভাপতি প্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু তাদের পরিষদের প্রত্যেককে নির্বাচিত করার আহবান জানান। রুহুল-জাহিদ পরিষদের প্রার্থীতা ঘোষণাকালীন বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।

Advertisement
Comments
Advertisement

Trending