বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ফার্মাসিস্ট খোরশেদ আনোয়ার আর নেই। গত ২০ জুলাই রোববার বেলা ১২টার দিকে নিউইয়র্কের লং আইল্যান্ড নর্থশোর ভুইশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত ২২ এপ্রিল সোমবার দুপুরে জোহরের নামাজের পর জামাইকা মুসলিম সেন্টারে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিতি ছিলেন। পরে লং আইল্যান্ডে তার মরদেহ দাফন করা হয়েছে । মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের দুই কন্যা পেশায় চিকিৎসক। খোরশেদ আনোয়ার কুমিল্লার মুরাদ নগরের সন্তান। লং আইল্যান্ডে বসবাসকারী খোরশেদ আনোয়ার ১৯৬৪ সালে মেট্রিক পাশ করেন। ১৯৭৫ সালে তিনি যুক্তরাষ্ট্র আগমন করেন। ১৯৮৯-৯০ সালে তিনি বাংলাদেশ সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেন। খোরশেদ আনোয়ারের মৃত্যুতে সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকীসহ সোসাইটির সাবেক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।