Connect with us

কমিউনিটি সংবাদ

বাংলায় ফুড স্ট্যাম্প সেবা দিচ্ছে হাঙ্গার ফ্রি এনওয়াইসি

Published

on

বাংলায় ফুড স্ট্যাম্প সেবা দিচ্ছে হাঙ্গার ফ্রি এনওয়াইসি

নিউইয়র্কে বসবাসরত যেসব বাঙ্গালী জীবন জীবিকার লড়াইয়ে পিছিয়ে পড়ছেন, পরিবারে ঠিক মতো খাবার যোগান দিতে পারছেন না, আবার ভাষাগত সমস্যা্ও আছে- এমন মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য গ্রহণ সেবা চালুর উদ্যোগ নিয়েছে হাঙ্গার ফ্রি এন্ওআইসি।
সম্প্রতি হাঙ্গার ফ্রি আমেরিকার একটি শাখা প্রতিষ্ঠান হাঙ্গার ফ্রি এনওয়াইসি জানিয়েছে, সংগঠনটির বেনিফিট অ্যাক্সেস টীম এখন বাংলা ভাষাভাষী গ্রাহকদের সেবা দেবে। এরই মধ্যে হাঙ্গার ফ্রি এনওয়াইসি স্পেনীয়, কানটনীয় এবং মান্ডারিন ভাষাভাষী গ্রাহকদের সেবা দিচ্ছে। এ নতুন ভাষা সেবাগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানটি আশা করছে নিউইয়র্ক সিটিতে বাড়তে থাকা বাংলাদেশীদের মধ্যে যারা খাদ্য সংকটে আছে তাদের আওতায় আনা যাবে।
হাঙ্গার ফ্রি এনওয়াইসি গ্রাহকদের সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিসট্যান্স প্রোগ্রাম (এসএনএপি) আবেদনের প্রতিটি ধাপে সহায়তা করে থাকে। এ সিস্টেমটি মানুষের পক্ষে বহু সময় জটিল ও যাদের ইংরেজি প্রথম ভাষা নয়, তাদের জন্য এটি আরো কঠিন হতে পারে।
এ প্রসঙ্গে হাঙ্গার ফ্রি এনওয়াইসির বেনিফিট অ্যাক্সেস ডিরেক্টর ডেনিস ফের্নান্ডেজ জানান, তাদের লক্ষ্য সকলের জন্য ক্ষুধা দূর করা । একই সাথে, নিউইয়র্ক সিটির সব নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য গুণগত মানের সেবা দেয়ার ওপর গুরুত্বারোপ করা। তিনি বলছেন, বিভিন্ন ভাষায় এসএনএপি আবেদন সহায়তা করার সামর্থ্য নিউইয়র্ক সিটির বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা করায় হাঙ্গার ফ্রির অঙ্গীকারের পরিচায়ক। বিশেষত খাদ্য নিরাপত্তাহীন মানুষদের সম্মুখীন চ্যালেঞ্জগুলো বুঝে বেনিফিট বিশেষজ্ঞ টিম প্রক্রিয়ার প্রতিটি ধাপে একটি সম্মানজনক অভিজ্ঞতা দেয়, যাতে নিউইয়র্ক সিটির নিম্ন আয়ের বাসিন্দারা তাদের প্রয়োজনীয় সুবিধাগুলো পেতে পারেন। বাংলা ভাষায় খাদ্য সহায়তা প্রয়োজন হলে, হাঙ্গার ফ্রি এনওয়াইসিকে (646) 540-7417 নম্বরে কল করতে অনুরোধ জানানো হয়েছে এছাড়া হাঙ্গার ফ্রি এনওয়াইসির ওয়েবসাইটে hungerfreenyc.org ভিজিট করে ও সহায়তা পাওয়া যাবে।

Advertisement
Comments
Advertisement

Trending