যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বিভেদ ভুলে এক পাটাতনে দাঁড়িয়ে কাজ করবে এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে। বুধবার, জ্যাকসন হাইটসে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে অনন্য স্থান করে নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন অর্জনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। ৪৪ বছর ধরে শেখ হাসিনা সভাপতি হিসেবে শক্ত হাতে দলটিকে পরিচালনা করছেন। আওয়ামী লীগের নেতৃত্বে নানা সময়ে সরকার গঠনের মধ্য দিয়ে তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য বক্তারা প্রবাসীদের অবদান নিয়ে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রবাসীদের অনন্য অবদান রয়েছে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার পাঠিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে সাহায্য করছে তারা। একই সঙ্গে এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হন সে বিষয়টি গুরুত্বের সাথে দেখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা। সভা সঞ্চালনা করেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরি