Connect with us

কমিউনিটি সংবাদ

ব্রুকলিনে এ্যাংকর ট্রাভেলসের ৪র্থ শাখা উদ্বোধন

Published

on

ব্রুকলিনে এ্যাংকর ট্রাভেলসের ৪র্থ শাখা উদ্বোধন

ব্রুকলিনে এ্যাংকর ট্রাভেলসের ৪র্থ শাখা উদ্বোধন হয়েছে। শুক্রবার উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অফিসটি ব্রুকলিনে বাংলাদেশিদের প্রানকেন্দ্র চার্চ ম্যাকডোনাল্ড (৪৮৭ ম্যাকডোনাল্ড এভিনিউ) এর উপরে। নিউইয়র্কে প্রতিষ্ঠানটির আরও ৩টি শাখা রয়েছে। ১টি জ্যাকসন হাইটস ও ২টি ওজন পার্কে অবস্থিত।

কমিউনিটি একটিভিস্ট ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, মানি ট্রান্সফার কোম্পানী সানম্যান এক্সপ্রেসের কর্ণধার মাসুদ রানা তপন, এ্যাংকর ট্রাভেলস এর প্রেসিডেন্ট এএসএম মাঈন উদ্দীন পিন্টু, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজমসহ কমিউনিটির নেতাদের উপস্থিতিতে নায়িকা মৌসুমী কেক কেটে এই ট্রাভেলস এজেন্সীর অফিস উদ্বোধন করেন। এর আগে দুপুরে নতুন এই অফিসে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নায়িকা মোসুমী বলেন , প্রবাসীরাই বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের এই নতুন উদ্যোগের সাথে আমি আছি। আশাকরি প্রবাসী বাংলাদেশিরা আরও বেশি করে এ্যাংকর ট্রাভেলস এর সেবা নেবেন। তাদের মাধ্যমে দেশে যাবার টিকেট কিনবেন ও বেশি বেশি অর্থ পাঠাবেন।

এদিকে এ্যাংকর ট্রাভেলসের প্রেসিডেন্ট এএসএম মাঈন উদ্দীন পিন্টু বলেন, এই এলাকায় নোয়াখালি, চট্রগ্রাম, সদ্বীপ ও সিলেটসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বাস করেন। তাদের হাতের নাগালে প্রতিষ্ঠানটি চালু করতে পেরে আমি খুই আনন্দিত। এ সময় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

ফোবানার চেয়ারম্যান গিয়াস আহমেদ বলেন, এখানে বিমানের টিকেট কেনা, দেশে ডলার পাঠানো, ইমিগ্রান্ট হোম কেয়ারের মাধ্যমে বয়স্কদের সেবা প্রদান ও মর্টগেজ সার্ভিস সুবিধা পাওয়া যাবে। সানম্যান এক্সপ্রেসের কর্ণধার মাসুদ রানা তপন বলেন, এই প্রতিষ্ঠানের সেবাধর্মী কাজের সাথে আমাদের প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেসও সম্পৃক্ত।

Advertisement
Advertisement

Trending