উত্তর আমেরিকার সর্ববৃহত ফেডারেশন, ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমোরিকা ফোবানার ৩৮ তম সম্মেলন এবছর অনুষ্ঠিত হবে ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়টে। আসন্ন ফোবানা সম্মেলনের পুরো প্রস্তুতির বিস্তারিত তথ্য জানাতে গত ৩ আগস্ট নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। ফোবানার কর্মকর্তারা লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিতব্য আসন্ন ফোবানা সম্মেলনের প্রস্তুতির পুরো চিত্রটি তুলে ধরেন সাংবাদিকদের সামনে। সাংবাদিক সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে আসা ফোবানা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফোবানার চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর, সম্মেলনের কনভেনর রোকসানা পারভিন, মেম্বার সেক্রেটারী আবু রুমি, প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা ও রবিউল করিম বেলাল, ট্রেজারার ডঃ প্রিয়লাল কর্মকার এবং এক্সিকিউটিভ মেম্বার এম রহমান জহির।কর্মকর্তারা বলেন এবারের সম্মেলনে অংশগ্রহন করছে উত্তর আমেরিকার ২৪ টি শহরের প্রায় ৮৬টি সংগঠন। নতুন করে এবছরই বিভিন্ন স্টেটের নতুন আরও ২৬ সংগঠন যুক্ত হয়েছে ফোবানার এই বৃহৎ ফেডারেশনে। বিভিন্ন অঙ্গরাজ্যের সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনার পাশাপাশি বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীদের মধ্যে থাকবে কুমার বিশ্বজিৎ, আখি আলমগীর, জেফার, মুজা, প্রিয়ংবদা ব্যাণার্জী, মিমি আলাউদ্দিন, আরজিন, টোসিবা, বিউটি দাস, সপ্নীল সজীব, অনিমা ডি কস্তা ও ফিডব্যাকের রোমেল সহ আরো অনেকেই। এছাড়াও তিনদিনের এই সম্মেলনে থাকবে বিজনেস নেটওয়ার্কিং, ইয়োথ ফোরাম, সাহিত্য ও কাব্য জলসা, স্কলারশীপ বিতরন, মুক্তিযোদ্ধা সন্মাননা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এলামনাই রিইউনিয়ন, স্বল্পদৈর্ঘ চলচিত্র প্রদর্শনী, কারুপন্য প্রদর্শনী ও বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার। এবারের সম্মেলনের শ্লোগান ‘চেতনায় বাংলাদেশ’। ফোবানার কর্মকর্তারা আশা করছেন বিভিন্ন স্টেট থেকে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করবে ফোবানা সম্মেলনের এই মহা মিলনমেলায়।