নিউইয়র্কের ব্রোঞ্জ স্টারলিং গোল্ডেন প্যালেসে ভিপি মিজানের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্র নিউইয়র্কের ব্রোঞ্জ স্টার্লিং এলাকা থেকে মোঃ জহিরুল হক বশির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (ভিপি মিজান) এর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন ২০২৪ সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলাবাসীর আয়োজনে তথা যুক্তরাষ্ট্র বিএনপি’র কান্ডারী যারা তাদের উপস্থিতিতে গোল্ডেন প্যালেস ১৪৫১ ইউনিয়ন পোর্ট রোড, স্টার্লিং ব্রোঞ্জ এলাকায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিগণ বক্তব্য রাখেন। ভিপি মিজান বলেন, বাংলাদেশের সিলেট অঞ্চল সহ বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ বন্যায় যে সকল মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন আসুন দেশ-বিদেশ থেকে যথা সম্ভব আমরা তাদের পাশে দাঁড়াই এটাই আমার আহ্বান।