Connect with us

কমিউনিটি সংবাদ

‘মইনুল-আসাদ’ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

Published

on

‘মইনুল-আসাদ’ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন

শাহীন কামালী ও মইনুল ইসলাম নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনে ‘মইনুল-আসাদ’ প্যানেল-কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন বিকেলে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত জানান। এর আগে ‘মইনুল-আসাদ’ প্যানেল ছাড়াও আরো দু’জন প্রার্থী সভাপতি ও কোশাধ্যক্ষ পদ থেকে প্রার্থী প্রত্যাহার করেন। অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের ২৫টি পদের বিপরীতে ‘মইনুল-আসাদ’ প্যানেলে ২৫জন সহ ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল কাইয়ুম ‘মইনুল-আসাদ’ প্যানেলের সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। এসময় কমিশনের সদস্য যথাক্রমে মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ আমিনুল হক চুন্নু, মোবাশ্বির হোসেন চৌধুরি ও সৈয়দ শওকত আলির উপস্থিত ছিল। এর আগে গত ৪ আগস্ট রোববার মইনুল ইসলাম ও আতাউল গণি আসাদের নেতৃত্বে ‘মইনুল-আসাদ’ প্যানেলের পক্ষে ২৫টি পদে মনোনয়নপত্র জমা দেন। এই প্যানেলের বাইরেও সভাপতি পদে মাসুক হোসেন ও সদস্য পদে ফজলুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাদান বাবদ ফি হিসেবে অ্যাসোসিয়েশনের প্রায় ১৩ হাজার ডলারের মতো আয় হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, অ্যাসোসিয়েশনের ভোটার হলেন ২,৫৯০জন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ‘মইনুল-আসাদ’ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন: সভাপতি- মইনুল ইসলাম, সহ সভাপতি- শাহ মিজানুর রহমান (সিলেট), মোহাম্মদ মনির উদ্দিন (সুনামগঞ্জ), মিজানুর রহমান চৌধুরি (হবিগঞ্জ) ও মোহাম্মদ এ খায়ের (মৌলভীবাজার), সাধারণ সম্পাদক- আতাউল গণি আসাদ, সহ সাধারণ সম্পাদক- হেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ- ময়নু জামান চৌধুরি, সাংগঠনিক সম্পাদক- আব্দুল চৌধুরি (উমেল), সাদস্যিক সম্পাদক- মোহাম্মদ শাহীনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক- লায়েছ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- কামরুল হোসেন, ক্রীড়া সম্পাদক- আব্দুর রহিম কাদের, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- অধ্যক্ষ সিহাব উদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক- তাসমিয়া চৌধুরি, সমাজকল্যাণ সম্পাদক- জয়নাল উদ্দিন লায়েক এবং কার্যকরী সদস্য: মোহাম্মদ বেলাল চৌধুরি (সিলেট), বদরুল উদ্দিন (সিলেট), মোহাম্মদ শাহীন কামালী (সুনামগঞ্জ), সৈয়দ এল মিয়া (সুনামগঞ্জ), জামাল হোসেন (হবিগঞ্জ), দেওয়ান মোতাচ্ছির (হবিগঞ্জ), মোহাম্মদ মাসুক মিয়া (মৌলভীবাজার) ও মোহাম্মদ নাসির উদ্দিন (মৌলভীবাজার)।
উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি মইনুল ইসলাম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন আর নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ সংগঠনের সাবেক কোশাধ্যক্ষ।

Advertisement
Comments
Advertisement

Trending