মাদারস ডে উপলক্ষ্যে বিশেষ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে খানস টিউটোরিয়াল । শনিবার খান’স টিউটোরিয়ালের জ্যাকসন হাইটসে অবস্থিত শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয় এ অনুষ্ঠান । এবারের সেপ্টেম্বর সেশনে যেসব শিক্ষার্থী ভালো স্কুল ও কলেজে চান্স পেয়েছেন সেসব শিক্ষার্থী ও তাদের মাদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে ফুল স্কলারশিপে কর্নেল ইউনিভার্সিটিতে ড্যাটা সায়েন্সে চান্স পাওয়া এক শিক্ষার্থী তার সফলতার জন্য বাবা-মার অবদানের কথা তুলে ধরেন। বলেন,বাবা-মার পরিশ্রম ছাড়া তার পক্ষে এ অর্জন সম্ভব হতো না। পাশাপাশি তিনি খানস টিউটোরিয়ালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই শিক্ষার্থীর বাবা বলেন, তার ছেলে ফুল স্কলারশিপে কর্নেল ইউনিভার্সিটিতে ড্যাটা সায়েন্সে চান্স পাওয়ায় সবখানে তাদের সম্মান বেড়েছে এবং এজন্য তিনি খানস টিউটোরিয়ালকে ধন্যবাদ জানান।
এদিকে অনুষ্ঠানে পুরস্কৃত হওয়া এক মা বলেন, খানস টিউটোরিয়ালের মাধ্যমে সবাই উপকৃত হয়েছে, সবাই আরো উপকৃত হবে এবং বাংলাদেশি কমিউনিটি আরো উন্নতি করবে। এসময় শিক্ষার্থীদের প্রতি আরো নজর দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানায় খানস টিউটোরিয়াল।
শিক্ষার্থীদের ভালো স্কুল ও কলেজে ভর্তির ক্ষেত্রে বিশ্বস্ত নাম হয়ে উঠেছে খান’স টিউটোরিয়াল। ইতোমধ্যেই বাংলাদেশি কমিউনিটি ছাড়িয়ে এশিয়ান কমিউনিটিতেও প্রসংশা কুড়িয়েছে নিউইয়র্কের কলেজ ও শ্রেষ্ঠ হাই স্কুলগুলোতে ভর্তিতে সহায়তা দিয়ে আসা প্রতিষ্ঠানটি। গতবারের এপ্রিল সেশনে স্পেশালাইজড হাই স্কুলস এডমিশন টেস্টে উত্তীর্ণ হয়ে হাই স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে খানস টিউটেরিয়াল থেকে শিক্ষা সহায়তা নেওয়া ১২৩ শিক্ষার্থী।স্টাইভ্যাসেন্ট, ব্রঙ্কস সাইন্স, ব্রুকলিন টেকনিক্যাল হাই স্কুল স্টেট আইল্যান্ড টেকনিক্যাল হাই স্কুলের মত সেরা স্কুলে ভর্তির স্বপ্ন থাকে নিউইয়র্কের মেধাবী শিক্ষার্থীদের। অভিভাবকরাও চান সন্তান সেরা স্কুলে ভর্তি হোক। প্রায় তিন দশক ধরে এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তিতে সহায়তা দিয়ে আসছে খানস টিউটোরিয়াল। হাজার হাজার ছাত্রছাত্রী তাদের টিউটরিং থেকে উপকৃত হয়েছে।বাংলাদেশি কমিউনিটির কাছে খানস টিউটোরিয়াল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। অনেক অভিভাবকই তাদের সন্তানদের নিয়মিত স্কুলের পাশাপাশি খান’স টিউটোরিয়ালে কোচিংয়ে পাঠান যাতে শিশুরা আরও মেধাবী ও পারদর্শী হয়ে উঠতে পারে।
এ পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রায় ৫ হাজার শিক্ষার্থী নিউইয়র্ক সিটির স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়া ১০ হাজারের বেশি ছাত্রছাত্রী ১৪০০ থেকে ১৬০০ স্কোর অর্জনে সক্ষম হয়েছে।