যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার (০৫ আগস্ট) প্রায় ৮ হাজার ডলার ব্যয়ে নির্মাণ করা ম্যুরালটি ভেঙ্গে দেয়া হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবরের পরই সোমবার সকালে গুঁড়িয়ে দেয়া হয় ম্যুরালটি। এদিকে এর আগেরদিন রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে ম্যুরালে আগুন দেয়ার ঘটনা ঘটে। কিছুক্ষণ পর তা আওয়ামী লীগ নেতাকর্মীদের নজরে আসে। সাথে সাথে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভায়। বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রামেক ও ডেট্রয়েট শহরের ব্যস্ততম রোড কনান্টে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙ্গে ফেলায় হতবাক হয়েছেন আওয়ামী লীগ নেতারা। এ ঘটনার পর মিশিগান আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো প্রতিক্রিয়া দেখাননি। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর ম্যুরালে কালি লেপন ও কিছু অংশ ভেঙে ফেলে দুষ্কৃতকারীরা। ম্যুরালে কালিলেপনের পরের দিন মিশিগান স্টেট-মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেছিলেন।
মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে প্রায় ৮ হাজার ডলার ব্যয়ে নির্মাণ করা ম্যুরালটি ২০২০ সালের ১৬ আগস্ট উদ্বোধন করা হয়েছিল।