Connect with us

কমিউনিটি সংবাদ

মিশিগানে বাংলাদেশি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

Published

on

বিদেশে কারা, কেন বিক্ষোভ করছেন জানতে চায় বাংলাদেশ সরকার !

বাংলাদেশে শিক্ষার্থীদের গুলি করে মেরে ফেলা, চলমান কোটাবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গেল ১৮ জুলাই বৃহস্পতিবার রাজ্যের হ্যামট্রাম্যাক সিটি হলের সামনে জড়ো হন ৫ শতাধিক শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা। মিশিগান বাংলাদেশি স্টুডেন্ট ও কমিউনিটির আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। এসময় প্রবাসী বাংলাদেশিরা দেশে এমন হত্যাযজ্ঞের নিন্দা জানান। দেশের এমন অবস্থার জন্য সরকারকে দায়ী করে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
জাস্টিস ফর স্টুডেন্ট ইন বাংলাদেশ ব্যানারে সিটি হলের সামনে ওয়েন স্টেট ইউনিভার্সিটি, ট্রাইন ইউনিভার্সিটি, সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মিশিগানসহ ওয়েন-ম্যাকম্ব কমিউনিটি কলেজের বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অংশ নেন। জাবেদ খান ও শাফিউল শাফির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাব মিশিগানের সভাপতি শামীম আহসান, ২০১৮সালের কোটা আন্দোলনের সিলেটের সমন্বায়ক শাহনেওয়াজ আহমেদ, ওয়ারেন সিটির প্ল্যানিং কমিশনার দেলোয়ার আনসার, শাহজালাল কলেজের সাবেক লেকচারার কাজী ইবাদ, শামীম আহমদ, মঞ্জুরুল করিম তুহিন, রুম্মান স্বাগতসহ মিশিগানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন শিপলু, আহমেদ মাহির ফয়সাল, সোহেল আহমদ, মূজাদ্দেদ সানি, মুন্নি রহমান, নুজহাত রিয়া, সিরাজ ইসলাম, সামাদ চৌধুরি, রায়হান হোসাইন, জিয়া উদ্দিন।

Advertisement
Comments
Advertisement

Trending