Connect with us

কমিউনিটি সংবাদ

মেম্বারশিপ জটিলতায় চট্টগ্রাম সমিতির তফশিল ঘোষণায় বিলম্ব

Published

on

newyork-somoy

চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক (চট্টগ্রাম সমিতি) এর নির্বাচনের তফশিল ঘোষণা পেছাতে পারে। গত ১৪ জুন নির্বাচন কমিশন গঠন হওয়ার পর কমিশন নির্বাচনের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করলেও তফশিল ঘোষণার শেষ মুহুর্ত্বে এসে জটিলতায় পড়তে হয়েছে। গত রোববার, ৪ আগস্ট ব্রুকলিনস্থ নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশন সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করে। সভায় এক জন সদস্যের লাইফ মেম্বারশিপ নিয়ে জটিলতা দেখা দেয়। কিন্তু সে জটিলতা নির্বাচনের তফশিল ঘোষণাকে কিছুটা বাধাগ্রস্ত করতে পারে। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রুহুল আমিন প্রকাশ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, নির্বাচন কমিশনার মোহাম্মদ হারুন (সেলিম), নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল হান্নান চৌধুরী, নির্বাচন কমিশনার সাংবাদিক শাহাব উদ্দিন সাগর। মতবিনিময় সভায় সংগঠনের সাবেক নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নির্বাচন কমিশনাররা দায়িত্ব নেয়ার পর থেকে তাদের কার্যক্রম তুলে ধরেন। নির্বাচন কমিশনার সাংবাদিক শাহাব উদ্দিন সাগর দায়িত্ব নেয়ার পর থেকে নির্বাচন কমিশনের নানা উদ্যোগ এবং অন্তবর্তীকালীন কমিটির সঙ্গে মতবিনিময়সহ আলোচনার বিষয়গুলো অবহিত করেন। মতবিনিময় সভায় প্রার্থীদের নমিনেশিন ফি কমানো এবং নির্বাচন পরিচালনার বাজেট কমাতে অনেস্ট ব্যালেটের বিকল্প চিন্তা করারও পরামর্শ দেন। সভায় একজন সদস্যের লাইফ মেম্বার নিয়ে জটিলতা দেখা দেয়।
এদিকে গত ৬ আগস্ট রাতে নির্বাচন কমিশনের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ৪ আগস্ট অনুষ্ঠিত বৈঠকের সৃষ্ট পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনা হয়। সভায় নির্বাচনের সম্ভাব্য তফশিল নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের কমিশনের সভায় সকলে একমত হয়েছে যে, গত ৪ আগস্ট মতবিনিময় সভায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে শিগগিরই যে তফশিল ঘোষণার চিন্তা করা হচ্ছিল তা পেছানোর কোন বিকল্প দেখা যাচ্ছে না।

Advertisement
Comments
Advertisement

Trending