জনপ্রিয় সংগীত শিল্পী বেবি নাজনীনের মা আবিদা মনসুরের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। তিনি এ বছরের ১৭ এপ্রিল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৩ মে কুইন্স প্যালেসে আয়োজিত এক মিলাদ মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেবি নাজনীন ও তার ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলীম সেন্টারের প্রধান ইমাম ও খতিব মাওলানা আবু জাফর বেগ। দোয়া মাহফিল অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইর্য়ক স্টেট বিএনপি, নিউর্ইয়ক মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জিল্লুর রহমান জিল্লু, মিল্টন ভুইয়াঁ , আব্দুল লতিফ সম্রাট, জসিম ভুইঁয়া , শরাফত হোসেন বাবু , আতাউর রহমান সেলিম রেজা সহ অনেকে। কন্ঠ শিল্পী তার মায়ের জন্য দেয়া ও সম্মান জানানোর জন্য এ সময় আগত সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ও তার পরিবারের কঠিন সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ প্রকাশ করেন।
ব্যবসায়ীক মহল , ব্যবসায়ী ও বিনিয়োগ সংগঠনের শীর্ষ স্থানীয়দেও পাশপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বেবি নাজনীনের ভক্ত-অনুরাগী মিলিয়ে ৫ শতাধিকের বেশি অতিথি উপস্থিত ছিলেন।