Connect with us

কমিউনিটি সংবাদ

সংগীত শিল্পী বেবি নাজনীনের মায়ের জন্য দোয়া অনুষ্ঠিত

Published

on

সংগীত শিল্পী বেবি নাজনীনের মায়ের জন্য দোয়া অনুষ্ঠিত

জনপ্রিয় সংগীত শিল্পী বেবি নাজনীনের মা আবিদা মনসুরের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। তিনি এ বছরের ১৭ এপ্রিল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৩ মে কুইন্স প্যালেসে আয়োজিত এক মিলাদ মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেবি নাজনীন ও তার ভাই-বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলীম সেন্টারের প্রধান ইমাম ও খতিব মাওলানা আবু জাফর বেগ। দোয়া মাহফিল অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইর্য়ক স্টেট বিএনপি, নিউর্ইয়ক মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জিল্লুর রহমান জিল্লু, মিল্টন ভুইয়াঁ , আব্দুল লতিফ সম্রাট, জসিম ভুইঁয়া , শরাফত হোসেন বাবু , আতাউর রহমান সেলিম রেজা সহ অনেকে। কন্ঠ শিল্পী তার মায়ের জন্য দেয়া ও সম্মান জানানোর জন্য এ সময় আগত সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ও তার পরিবারের কঠিন সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ প্রকাশ করেন।

ব্যবসায়ীক মহল , ব্যবসায়ী ও বিনিয়োগ সংগঠনের শীর্ষ স্থানীয়দেও পাশপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বেবি নাজনীনের ভক্ত-অনুরাগী মিলিয়ে ৫ শতাধিকের বেশি অতিথি উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

Trending