নতুন দিনের আহ্বানে এলো বৈশাখ- এই শ্লোগানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন । গত ১১ মে শনিবার কুইন্সের দ্য মেরি লুইস একাডেমীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনকের ব্যবস্থাপনায় বাংলা বর্ষবরণ উদযাপনে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এলামনাইবৃন্দ। নেচে গেয়ে উৎসবে কাটিয়েছেন এদিন।
এবারের উতসবের পোশাকের থিম ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঝিলে ফোঁটা শাপলা ফুল । বাংলার সবুজ তথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে বিশেষ ডিজাইনের সবুজ পাঞ্জাবি এবং শাপলার কারুকার্যেও রঙ্গিন শাড়ি পরে আয়োজকরা অনুষ্ঠানে অংশ নেন।
বর্ষবরণ উপলক্ষে স্কুলটিকে সাজানো হয় বাংলার ঐতিহ্যবাহী আলপনা এবং নানা রঙের মুখোঁশ ও নিশান দিয়ে। স্কুলের প্রবশেদ্বারে এদিন বসেছিল বাংলার শাড়ি , চুড়ি ও মাটির গহনার মেলা। পরিবেশ ছিল প্রবাসের মাটিতে এক খন্ড গ্রামীণ বাংলাদেশ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ঐতিহ্যবাহী ইলিশ, ভর্তা-ভাজিসহ বাঙালী খাবার এবং পান সুপারি দিয়ে আপ্যায়ন করা হয়। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের আলোকে সাজানো এ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইর্য়কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল নাজমুল হূদা । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডপেুটি কনসাল জেনারেল নাজমুল হাসান এবং মার্কস হোম কেয়ারের সত্বাধিকারী ইনজিনিয়ার মাহফুজুল হক। তাদের ফুল দিয়ে বরণ করে নেন উপদেষ্টা একরামুল করিম এবং আশুতোষ সাহা। বিকাল ৫টায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উতসবের আহবায়ক শামিম আরা বেগম এবং সদস্য সচিব তামান্ন শবনম পাপড়ী। এ সময় সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে পরিবেশন করা হয় জাতীয় সংগীত। উপস্থিত সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের নেতারা। শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসাল জেনারেল নাজমুল হূদা এবং মার্কস হোম কেয়ারের সত্বাধিকারী ইনজিনিয়ার মাহফুজুল হক ।
এই আয়োজনের একটি বিশেষ পর্বে প্রবাসে বাঙালী কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেয়া হয়। এবাররের বর্ষবরণে প্রবাসে বাঙালীর গর্ব, সাংবাদিকতায় বিশেষ ভূমিকার জন্য সাপ্তাহিক বাঙালী পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদকে বিশেষ সম্মাননা দেয়া হয়।