Connect with us

কমিউনিটি সংবাদ

সানম্যান মানী ট্রান্সফারে ‘হ্যাপি এ ক্যাম্পেইন’

Published

on

সানম্যান মানী ট্রান্সফারে ‘হ্যাপি এ ক্যাম্পেইন’

১ থেকে ১২ জুনের মধ্যে ১ হাজার ডলারের ওপরে লেনদেন করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার। লাকি ড্রয়ে সৌভাগ্যবান গ্রাহকরা পাবেন সোনার নেকলেস, আইফোন, আইপ্যাড, ল্যাপটপ, গিফট কার্ডসহ আকর্ষণীয় সব পুরস্কার। কোরবানির ঈদকে সামনে রেখে এমন বিশেষ অফার ঘোষণা করেছে নিউইয়র্কে জনপ্রিয় মানী ট্রান্সফার প্রতিষ্ঠান সানম্যান গ্লোবাল এক্সপ্রেস। সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন এই অফারের সর্ম্পকে জানান , সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানী ট্রান্সফারের যেকোনো ব্রাঞ্চ অথবা এজেন্ট লোকেশনে পত্রিকার কুপন জমা দিলেই ১ হাজার ডলারের ওপর ব্যাংক ডিপোজিট, ক্যাশ পিকআপ অথবা মোবাইল ওয়ালেটে (বিকাশ, নগদ) টাকা পাঠালেই গ্রাহকরা পাবেন নিশ্চিত ৫ ডলার ছাড়! এছাড়া বর্তমানে ১ ডলারে ১২১ টাকা (প্রণোদনাসহ) যে পাচ্ছে গ্রাহকরা সে সুযোগ ও অব্যাহত থাকছে।

Advertisement
Comments
Advertisement

Trending