Connect with us

কমিউনিটি সংবাদ

হবিগঞ্জ সদর সমিতি ইন্কের বনভোজন অনুষ্ঠিত

Published

on

হবিগঞ্জ সদর সমিতি ইন্কের বনভোজন অনুষ্ঠিত

নিউইয়র্কে বসবাসরত হবিগঞ্জ সদরবাসীদের আয়োজনে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গেল ২১ জুলাই লং অ্যাইল্যান্ডের জর্জ পার্কে নিউইয়র্কস্থ হবিগঞ্জসদর সমিতি অফ ইউএসএ আয়োজিত বাৎসরিক বনভোজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি ও ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মঈন চৌধুরী। বনভোজনে আয়োজিত ক্রিয়া উৎসব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামালসহ অন্যান্য সদস্যরা।

Advertisement
Comments
Advertisement

Trending