ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশে মন্দির ভাঙচুর ও হিন্দু পরিবারের ওপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগানে ফুঁসে উঠেছেন প্রবাসী হিন্দু সম্প্রদায়। এসব ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে রোববার (১১ আগস্ট) হিন্দু কমিউনিটি অব মিশিগানের ব্যানারে হ্যামট্রাম্যাক শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা নির্যাতনবিরোধী নানা ধরনের স্লোগান দেন। শহরের হ্যামট্রাম্যাক টাউন সেন্টারের সামনে দাবি-দাওয়া সম্বলিত ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন। হিন্দু লাইফ ম্যাটারস, জাস্টিজ ফর হিন্দুজ, স্টপ কিলিং হিন্দুজ ইন বাংলাদেশ ইত্যাদি স্লোগানে মুখরিত হয় আশেপাশের এলাকা। বিক্ষোভে হিন্দু ধর্মাবলম্বী লোকজন ছাড়াও কয়েকজন মুসলিম ধর্ম অনুসারী প্রবাসীদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
প্রবাসী বিক্ষোভকারীরা সংখ্যালঘুদের হামলার নিন্দা ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেন। সকল ধর্মের নাগরিকদের মতো হিন্দুরাও সমান অধিকারের যোগ্য বলে জানান তাঁরা।
বিক্ষোভে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিরা দাবি করেন- শেখ হাসিনার পতনের পর থেকে হিন্দুদের ওপর নির্যাতন, বাড়িঘর-মন্দির পুড়িয়ে দেয়ার মতো ঘটনা ঘটছে। হিন্দু পুরুষ, নারী ও শিশুরা শুধুমাত্র ধর্মের কারণে হুমকি ও হামলার শিকার হচ্ছেন।
প্রবাসী বাংলাদেশি চিনু মৃধা নিউইয়র্ক সময়কে বলেন, যেকোনো সরকার পতনের পর কিংবা নির্বাচনের পর আমাদের হিন্দুদের উপর নির্যাতন আসে। নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস যেন আমাদের নতুন করে বাঁচতে শেখান। আমরা বাংলাদেশি হিসেবে থাকতে চাই, শুধু হিন্দু হিসেবে নয়।
আরেক প্রবাসী সৌরভ দত্ত চৌধুরী নিউইয়র্ক সময়কে বলেন, দেশে হিন্দু নিধন চলছে। মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের উপর হামলা করা হচ্ছে। ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে আমরা এটা হতে দিতে পারিনা। সকল ধর্মের মানুষদের নিয়েই আমাদের দেশ। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি, অবিলম্বে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন।