Connect with us

কমিউনিটি সংবাদ

১৩ জুলাই ব্রঙ্কসে সুলভ আবাসন মেলা

Published

on

newyork-somoy

নিউইয়র্কে বসবাসরত তুলনামূলক কম আয়ের মানুষদের জন্য এফোর্ডেবল হাউজিং ফেয়ার-২০২৪ শুরু হচ্ছে । আগামী ১৩ জুলাই শনিবার সকাল ১০টা থেকে এই আবাসন মেলা চলবে দুপুর ২টা পর্যন্ত। আবাসন মেলার আয়োজক ব্রঙ্কসে নেইবারহুডস হাউজিং সার্ভিসেস (বিএনএইচএস) জানিয়েছে, ব্রঙ্কস NHS 1451 E.Gun Hill Road ব্রঙ্কস, NY 10469-তে মেলাটি চলবে। যা সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে। মেলায় অংশ নিলে আবাসন ক্রয় সংক্রান্ত সকল পরামর্শ ও গাইডলাইন মিলছে বিনামূল্যে। একই সাথে বাড়ি কিনতে প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংক ঋণ, মর্টগেজ কীভাবে পাওয়া যাবে, দর্শনার্থীদের জন্য সে বিষয়েও থাকবে সেমিনার।

Advertisement
Comments
Advertisement

Trending