Connect with us

কমিউনিটি সংবাদ

৩০ আগস্ট নিউইয়র্কে ফোবানা সম্মেলন

Published

on

৩০ আগস্ট নিউইয়র্কে ফোবানা সম্মেলন

৩৮তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। নিউইয়র্কের লাগোরডিয়া ম্যারিয়ট হোটেলে তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। গেল সোমবার এক আলোচনা সভা শেষে এমনটা জানিয়েছেন ফোবানা স্টেয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ। এ সময় তার সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ সৈয়দ এনায়েত আলীর পরিচালনায় ফোবানা কর্মসূচি নিয়ে বিস্তারিত নিয়ে আলোচনা হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. মাসুদুর রহমান, ডা: শাহজাদী পারভিন, ডা: বর্নালী হাসান, আবু যুবায়ের দারা, এজাজ আক্তার তৌফিক, কাজী ওয়াহিদ এলিন, কাজী তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম রুমি, সারোয়ার বাবু, তৈমুর জাকারিয়া, রিয়াজ মাহমুদ, বাদল মির্জা, জসিমসউদ্দীন ভুইয়াঁ, রফিকুল ইসলাম, সাইফুর রহমান টুটুল প্রমুখ। এবারের সম্মেলনে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মূল ধারার রাজনীতি, নতুন প্রজন্মের ভবিষ্যত, সভা-সেমিনার, ফোবানা স্কলারশিপ, সাহিত্য আসর, কাব্য জলসা, সংগীত প্রতিযোগীতা, ফ্যাশন শো, ইয়ুথ নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

Advertisement
Comments
Advertisement

Trending