Connect with us

কমিউনিটি সংবাদ

৭ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে পথমেলা

Published

on

৭ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে পথমেলা

একটি জেবিবিএ করার আলোচনা

গত সোমবার জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনে (জেবিবিএ) নেতৃবৃদ্ধ আগামী ৭ সেপ্টেম্বরের পথ মেলা নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সংবাদ সম্মেলনে মেলার পাশাপাশি দ্বিধা বিভক্তি জেবিবিএ কে একটি জেবিবিএ গড়ার আলোচনা করা হয়। এই ব্যাপারে মেলার পর নেতৃবৃন্দরা আবারো বসবেন এবং কিভাবে একটি জেবিবিএ করা যায় সে বিষয়ে আলোচনা করবেন।
সংগঠনের নেতারা জানিয়েছেন , আগামী ৭ সেপ্টেম্বর শনিবার জ্যাকসন হাইটসে পথমেলা শেষ করে তারা মিটিংয়ের মাধ্যমে এক হবার সিদ্ধান্ত নেবেন। এর কারণ হিসাবে তারা এও বললেন, বিভক্তির কারণে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দু পক্ষই । বাংলাদেশি কমিউনিটি মূলধারায় অগ্রসর হতে পারছে না।
জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে জেবিবিএ নেতৃবৃন্দ এ প্রসঙ্গে বলেন, যারা একীভূত হওয়ার বিরোধিতা করে আসছেন তারা অনেক আগেই ব্যবসা থেকে অবসর নিয়েছেন। কিন্তু তাদের ভিত্তির অভ্যাসটা যায়নি। এখন সময় এসেছে তাদের জেবিবিএ থেকে অবসরে পাঠানোর। জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন একাংশের সভাপতি হারুণ ভুঁইয়া, আরেক অংশের সভাপতি গিয়াস আহমেদ, প্রাক্তন সভাপতি জাকারিয়া মাসুদ জিকো , বিশিষ্ট ব্যবসায়ী আসেফ বারি টুটুল, একাংশের সাধারণ সম্পাদক তারেক হাসান খান, একাংশের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, শাহনেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক আবুল- ফজল দিদারুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ সেপ্টেম্বর শনিবার জ্যাকসন হাইটসে পথমেলা করবে একীভূত জেবিবিএ। এজন্য কামরুজ্জামান কামরুলকে আহ্বায়ক এবং তারেক হাসান খানকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। মেলায় সাংস্কৃতিক পর্বে দেশ ও প্রবাসের শিল্পীরা অংশ নেবেন। এছাড়া থাকবে শতাধিক স্টল। এসব স্টলে থাকতে পোশাক, জুয়েলারি ও মজাদার বাঙালি খাবার। শিগগিরই শুরু হবে স্টল বুকিং। সংবাদ সম্মেলনে জেবিবিএ নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন, মেলা শেষে দুই জেবিবিএ একীভূত হবে। যৌথভাবে পথমেলা আয়োজন একীভূত হওয়া প্রাথমিক ধাপ।

Advertisement
Comments
Advertisement

Trending