Connect with us

কমিউনিটি সংবাদ

ভালোবাসার সন্ধ্যায় মঞ্চস্থ হলো ‘বিন্দু থেকে বৃত্ত’

Published

on

জিনাত হাকিম

জমকালো আয়োজনে নিউইয়র্কে হয়ে গেল সাংস্কৃতিক সন্ধ্যা। উডসাইডের কুইন্স প্যালেসে এর আয়োজন করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে আড্ডা, গান আর নাটক।

এদিন, মঞ্চস্থ হয় জিনাত হাকিমের পরিচালিত বিন্দু থেকে বৃত্ত নাটক। এতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া, লায়লা হাসান, শায়লা, মনিহার, সনিসহ অনেকে। এছাড়া গোটা আয়োজনে সহযোগীতায় ছিলেন আজিজুল হাকিম।

শুধু নাটকই নয়, জনপ্রিয়সব গানে দর্শকদের মাতিয়ে রাখেন কণ্ঠশিল্পীরা। এদিন দর্শকদের সামনে গান পরিবেশন করেন, বিন্দু কনা, কামরুজ্জামান বকুল, ত্রিনিয়া হাসান, মিতু মাহমুদ ও তুর্জ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিজিয়া পারভিন, ইবরার টিপু, তপন মদক ও প্রিসিলা। এছাড়া মিয়া মো. দুলাল, রেজওয়ান এলভিস ও আফতাব জনির যৌথ উপস্থাপনায় সাংস্কৃতিক সন্ধ্যা অংশ নেন অনেক বাংলাদেশি। আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রে বসবারত বাংলাদেশিদের একটু বিনোদন দিতে এই আয়োজন করা হয়। যা ছিল সবার জন্য উন্মক্ত।

Advertisement
Comments
Advertisement

Trending