১২ ই মে রবিবার শোটাইম মিউজিক আয়োজন করতে যাচ্ছে গোল্ডেন এজ হোম কেয়ার বৈশাখী মেলা ১৪৩১ । জ্যামাইকায় অবস্থিত The Mary Louis Academy, 176-21 Wexford Terrace, Jamaica, NY 11432 এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে l ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে থাকছে রকমারি শাড়ি কাপড়ের স্টল, রকমারি পিঠা স্টল , জুয়েল্যারি ষ্টল ও মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপুর দুইটা টা থেকে রাত ১0 টা পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দুকনা, বন্যা তালুকদার এবং প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ , শাহ মাহবুব , মিতু মাহমুদ, চন্দ্র রায়, কামরুল ইসলাম, লিয়ানা, নৃত্যাঞ্জলি এর পরিবেশন। আরো থাকছে মন মাতানো ফ্যাশান শো ও আকর্ষণীয় রাফেল ড্র। ওয়ার্ল্ড ট্রাভেলসের সৌজন্যে নিউইয়র্ক ঢাকা নিউইয়র্ক এয়ার টিকেট সহ আকর্ষণীয় পুরস্কার l উৎসবে কোন প্রবেশ মূল্য নেই।