বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অফ ইউএসএ ইনক ও ৬৬ প্রিসিন্কট কম্যুনিটি কাউন্সিলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার সর্ববৃহত ব্রুকলিন পথমেলা। আগামী ১৯ মে, ২০২৪ রবিবার ব্রুকলিন এর চার্চ এভিনিউতে দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই পথমেলা। বাংলাদেশি কম্যুনিটির সর্ববৃহত এই মেলা গত ৮ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। এবার তারা আয়োজন করছে ৯ম মেলা।
এই উপলক্ষে গতকাল সোমবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা বছরের প্রথম মেলার বিস্তারিত তুলে ধরেন। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আগত সাংবাদিকদের স্বাগত জানান এবং সূচনা বক্তব্য দেন।
সভাপতি কাজী আজম পথমেলা সম্পর্কে বিস্তারিত জানিয়ে সংবাদমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তিনি বাংলাদেশি কম্যুনিটিকে মেলায় অংশগ্রহণ করার আহবান জানান। আরও বক্তব্য দেন ফিরোজ আহমেদ এবং এটর্নি মঈন চৌধুরী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা। মেলায় বাংলাদেশি মূলধারার সংস্কৃতি তুলে ধরা হবে।
থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ ও প্রবাসের বিশিষ্ট শিল্পীদের গান ও নাচ পরিবেশন থাকবে মেলায়। প্রবাসের গুণী ব্যক্তিদেরকে সম্মাননা জানানো হবে। মেলায় দেশি পণ্যের বিভিন্ন ষ্টল সহ বাংলাদেশি মজাদার খাবারের ষ্টলও থাকবে।
ছোটদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা থাকবে। মেলার আহবায়ক এবং আজকাল পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনাওয়াজ লিখিত বক্তব্যে জানান মেলায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক বিশ্লেষক ব্যবসায়ী স্যার ড. আবু জাফর মাহমুদ, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন প্যান্ডেমিক হিরো ডা. হামিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেবিবিএ সভাপতি ও কম্যুনিটি এক্টিভিস্ট গিয়াস আহমেদ, কম্যুনিটি এক্টিভিস্ট মোহাম্মদ হানিফ এবং এটর্নি মঈন চৌধুরী।
এই পথমেলার চ্যায়ারম্যান হিসেবে রয়েছেন সৈয়দ এম রেজা, প্রধান উপদেষ্টা এটর্নি মঈন চৌধুরী, চীফ কোর্ডিনেটর নুরুল আজিম, কো-চ্যায়ারম্যান জাহাংগির আলম, ইকবাল হায়দার সাংস্কৃতিক চ্যায়ারম্যান অনিক রাজ এবং সদস্য সচিব ফিরোজ আহমেদ। সাংবাদিক সম্মেলন শেষে সবাইকে ডিনারে আপ্যায়িত করা হয়।