বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস্ তাদের ৫০ বছরের বিশাল জার্নিতে আমেরিকায় গুরুত্বপূর্ণ শহরগুলোকে বেছে নিয়েছেন। তারমধ্যে অন্যতম হচ্ছে নিউইয়র্ক। ১৫টা শোর মধ্যে নিউইয়র্কের জমকালো আয়োজনে দর্শকদের লাইভ অংশগ্রহণ অনেক বেশি প্রান চঞ্চল এবং গুরুত্বপ‚র্ণ অধ্যায় হয়ে থাকবে। গড়বে নতুন এক ইতিহাস।
নিউইয়র্কে বর্ণিল এই আয়োজনের উদ্যেক্তা হচ্ছেন – দেশী মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট এবং গ্যালাক্সি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট। আমেরিকায় সোলস-এর এটি হবে সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন। গোল্ডেন এজ হোম কেয়ার, রিভারটেল, রিয়েল ইস্টেট ইনভেস্টার নুরুল আজিম, উৎসব ডট কম, এথনিক ফুড (মাছওয়ালা), খলিল বিড়িয়ানি, সেলাক্স, ফেউমা, এলেক্সো লাইফ স্টাইল, ফ্লিক্সা ও সেভ দা স্মাইল অনুষ্ঠানে সহযোগী হিসেবে থাকবে। মিডিয়া প্লাটফর্ম সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক ঠিকানা এবং আরটিভি ।
সোলস আগামী ২ জুন, ২০২৪ মেরী লুইস একাডেমি হলে (১৭৬-২১ ওয়েস্কফোর্ড ট্যারেস, জ্যামাইকা ইস্টেট, নিউইয়র্ক-১১৪৩২) পারফর্ম করবে। এদিন সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে রাত ১১:০০ পর্যন্ত সোলস তারকাগণ দর্শকদের মাতিয়ে রাখবেন বলে আয়োজকরা আশাবাদ জানিয়েছেন।