Connect with us

কমিউনিটি সংবাদ

শুক্রবারে শুরু ৪ দিনের নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা

শুক্রবারে শুরু ৪ দিনের নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলায় ১০ হাজার নতুন বই নিয়ে উপস্থিত থাকবে অন্তত ৪০ টি প্রকাশনা সংস্থা। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চারদিন ব্যাপী ৩৩তম এই আয়োজন শুরু হবে ২৪ মে শুক্রবার। এবারের বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা। আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন মেলার সর্বশেষ তথ্য জানাতে গত মঙ্গলবার (১৪ মে) জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভার আয়োজন করে। এবারের বইমেলার আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় এতে অংশগ্রহণ করেন নিউইয়র্কের সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। ( ৬০জন )।

মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা মত বিনিময় সভায় জানান, বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়। এছাড়া বিভিন্ন দেশ থেকে অসংখ্য পাঠক, লেখক ও শিল্পীর উপস্থিতিতে মুখর হয়ে উঠবে বইমেলা। কবি মুহাম্মদ নুরুল হুদা এবার আমাদের উদ্বোধক। বইমেলায় ভারতের পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অনেকে সঙ্গীত পরিবেশন করবেন।

এবারের বইমেলার আহ্বায়ক হাসান ফেরদৌস মতবিনিময় সভা সঞ্চালন কালে জানিয়েছেন, মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী। শহরের নানান সংস্কৃতিক সংগঠন এ আয়োজনে অংশগ্রহণের জন্য করছে মহড়া । এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান। তিনি আরো বলেন, এবার মেলায় নতুন যুক্ত হবে উন্মুক্ত প্রাঙ্গণে গানের আসর, তারুণ্যের উৎসব নামে নতুন প্রজন্মের জন্য থাকবে পুরো একটি দিন।

মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম ফারুক ভুঁইয়া জানান, প্রতিবারের মতো এবারও মেলায় মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার-২০২৪ দেওয়া হবে । এ পুরস্কারের অর্থমান তিন হাজার ডলার। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন কবি আসাদ চৌধুরী। এ ছাড়া প্রবাসী লেখকদের জন্য দেওয়া হবে শহীদ কাদরী স্মৃতি পুরস্কার। অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে সেরা প্রকাশককে দেয়া হবে চিত্তরঞ্জন সাহা প্রকাশনা পুরস্কার। দুটির মূল্যবান এক হাজার ডলার।

সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তরে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. নুরুন নবী, ও কো-চেয়ারপার্সন নিনি ওয়াহিদ, নিউইয়র্ক বাংলা বইমেলার সাবেক আহ্বায়ক সৌউদ চৌধুরী। আয়োজকরা জানিয়েছেন এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হয়েছে নিউইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধের উপর বিশেষ কয়েকটি অনুষ্ঠান। বইমেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়বে বাংলা ভাষা ও সংস্কৃতি। প্রবাসে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। সেই প্রত্যাশা আয়োজকদের।

Advertisement
Advertisement

Trending