Connect with us

কমিউনিটি সংবাদ

জ্যামাইকা মাল্টিপ্লেক্স বন্ধ : নতুন থিয়েটার কিউ গার্ডেন সিনেমাস

Published

on

জ্যামাইকা মাল্টিপ্লেক্স বন্ধ : নতুন থিয়েটার কিউ গার্ডেন সিনেমাস

২০১৭ সাল থেকে নিউ ইয়র্কের কুইন্স, ব্রনক্স, ব্রুকলিন বাংলাদেশী দর্শকদের নতুন নতুন বাংলা ছবি দর্শনের প্রধান থিয়েটার ছিল– জ্যামাইকা এভিনিউতে অবস্থিত জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা। এখানে সর্বমোট ৫০ টিরও বেশী চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে বায়োস্কোপ ফিল্মস এবং স্বপ্ন স্কেয়ারক্রো’র ব্যানারে ।

বায়োস্কোপ ফিল্মস সর্ব প্রথম এই থিয়েটারে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর রচিত উপন্যাস অবলম্বনে চিত্রায়িত এবং জয়া আহসান অভিনীত “দেবী” ছবিটির সপ্তাহ ব্যাপী প্রদর্শনের আয়োজন করে। “দেবী” এই প্রেক্ষাগৃহে টানা ৫ সপ্তাহ ৮৯ টি শো অনুষ্ঠান করে রেকর্ড স্থাপন করে। এর পর প্রায় প্রতি মাসে এখানে বাংলা ছবি’র আয়োজন বসতো। একে একে হাওয়া, পরাণ , সুরঙ্গ, প্রিয়তমা এবং দামাল ছবির এখানে ব্যাপক দর্শক নন্দিত সমাদরসহ বেশ ব্যবসায়িক সাফল্য লাভ করে । এই জামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা’র লবিতে পা রেখেছেন এবং ছবি’র প্রিমিয়ার এ অংশ নিয়েছেন মেগাস্টার সাকিব খান (গলুই), জয়া আহসান (দেবী) , আরিফিন শুভ (শাপ্লুডু) এবং অভিনেত্রী তারিন (১৯৭১ সেই সব দিন) সহ আরো অনেকে ।

এভাবে প্রচারে পরিসরে জামাইকা মাল্টিপ্লেক্স বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের কাছেও জনপ্রিয় নাম হয়ে উঠে । ২০২২ সালে এই হলে’র সারা বছরের সর্বোচ্চ আয়ের ১০টি সিনেমা’র ভেতর ৩টি বাংলাদেশের ছবি – হাওয়া , পরাণ এবং দামাল– স্থান করে নেয়। এটা ছিল উত্তর আমেরিকায় বাংলা চলচ্চিত্র ইতিহাসের একটি মাইলফলক । গত ৩০ শে এপ্রিল “ওমর” ছবিটি ছিল জামাইকা মাল্টিপ্লেক্সে প্রদর্শিত শেষ বাংলা ছবি ।

জামাইকা মাল্টিপ্লেক্স বন্ধ হবার খবরে দুঃখ প্রকাশ করেন বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ এবং নওশাবা রশিদ । তারা জানান, ৬ বিলিওন ডলার এর রি-ডেভেলোপমেন্ট এর প্লানিং এই প্রেক্ষাগৃহটির স্থান হয়নি । লা গুয়ারডিয়া থেকে ম্যানহাটান পর্যন্ত দ্রুতগামী ট্রেনের নব্য স্টেশন , ২ ব্লোক জুড়ে মল স্থাপনার ঊদ্দ্যোগ নেয়া হয়েছে এখানে।“ তারা বলেন,” বাংলা ছবি’র দর্শকদের কাছে বাংলা ছবি নিয়ে আসবার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ । আগামী জুন মাসে আমরা “তুফান” বেশ কয়েকটি নতুন নিউ ইয়র্ক থিয়েটারে দেখাবার আশা রাখি ।“

শুক্রবার ১৭ই মে বায়স্কোপ ফিল্মস-এর ব্যানারে মিশুক মনি পরিচালিত “ দেয়ালের দেশ” মুক্তি পাচ্ছে । ছবিটি কিউ গারডেন্স কুইন্স এ অবস্থিত Kew Garden Cinemas এ সপ্তাহ ব্যাপী প্রদর্শিত হবে ।

কিউ গারডেন্স কুইন্স এ অবস্থিত এই প্রেক্ষাগৃহটি ১৯৩০ সালে নির্মিত । বনেদি এই সিনেমা হলটি গত বছর সম্পূর্ণভাবে রেনোভেশন করা হয় । 81-05 Lefferts Blvd. Kew Gardens এ অবস্থিত এই থিয়েটারটি সাবওয়ে এবং ট্রেনে খুবই সহজ যাওয়া যায় । এক্সপ্রেস E এবং F ট্রেনে গেলে Kew Gardens/Union Turnpike স্টেশনে নাম্লে মাত্র ৩ ব্লক হাঁটলেই পৌঁছে যাবেন এখানে । আর LIRR এর মেইন লাইনে Austin Street/ Lefferts Blvd. স্টেশনে নেমে গেলে অর্ধেক ব্লক ও হাঁটতে হবে না । স্ট্রিট পার্কিং আছে আশেপাশেই ।

ঢাকা’য় দর্শক নন্দিত “দেয়ালের দেশ” এই Kew Gardens Cinema তে পুরো এক সপ্তাহ – মে ১৭ থেকে মে ২৩ পর্যন্ত চলবে – প্রতিদিন ৩টি শো মিলিয়ে মোট ২১ টি শো হবে । টিকিট ওয়েবসাইট এবং কাউন্টারে পাওয়া যাবে www.kewgardenstheatre.com

বায়োস্কোপ ফিল্মস থেকে আরো জানানো হয়েছে যে, তারা ব্রনক্স এবং ব্রুক্লীনেও নতুন থিয়েটারের ঘোষণা দেবেন বেশ শিগগিরই ।

Advertisement
Advertisement

Trending