বাংলাদেশ সোসাইটির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলতি বছরের অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে সোসাইটির নিবার্চন করার জন্য এরইমধ্যে নিবার্চন কমিশন গঠন করা হয়েছে। ৩০ জুন পর্যন্ত ভোটার করা যাবে। এ সময়ের মধ্যে ভোটার হ্ওয়ার জন্য যারা আগ্রহী , তারা ভোটার হতে পারবেন। সেই সাথে বাংলাদেশ সোসাইটি সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। জ্যাকসন হাইটসে এরইমধ্যে গেল ১২ ও ১৩ মে সদস্য সংগ্রহ করা হয়েছে।
্ওজন পার্কে মতিন রেস্টুরেন্টের সামনে আগামী ১৮ই মে, জ্যামাইকরা স্টার কাবার রেস্টুরেন্টের সামনে ১৯ মে, ব্রঙ্কসে নিরব রেস্টুরেন্টের সামনে ২৭ মে এবং ব্রুকলিনে রাধুঁনি রেস্টুরেন্টের সামনে আগামী ২ জুন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সরাসরি ফর্ম সংগ্রহ ও ফি জমা দিয়ে সদস্য ফর্ম পূরণ করা যাবে।
সদস্য নিবন্ধনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ সোসাইটি। তারা জানিয়েছে, ভোটার হবার শেষ সময় আগামী ৩০ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। স্থান: বাংলাদেশ সোসাইটি । প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সরাসরি সদস্য ফর্ম নেয়া যাবে অফিস থেকে। একই সাথে কেউ চাইলে কার্যকরী পরিষদের সদস্যদের সাথ্ওে যোগাযোগ করে ফর্ম নেয়া যাবে , নিবন্থন কার্যক্রম শেষ করা যাবে। নিয়মাবলীতে বলা হয়েছে ; সোসাইটির নির্ধারিত ফর্মে পরিস্কারভাবে সব তথ্য পূরণ করে দিতে হবে। ফরম জমা দেবার আগে সব তথ্য ঠিক আছে কিনা তা যাচাই করে দিতে হবে। ফর্মে দেয়া কোন তথ্য ভুল থাকলে মানি রিসিট থাকল্ওে সদস্যপদ বাতিল হবে। যদি কেউ একের অধিক সদস্য নিবন্ধনের জন্য ফরম জমা দিতে চান , তাহলে তাকে অবশ্যই আলাদা কওে নির্ধারিত আরেকটি টালিসিট সংগ্রহ করেসেখানে সব সদস্যদেও নাম-জন্মসালসহ অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ কওে জমা দিতে হবে।
বাংলাদেশ সোসাইটি জানিয়েছে, আজীবন সদস্যদেরজন্য ৫০০ ডলার ফি এবং সাধারণ সদস্যদেরজন্য ২০ ডলার হারে নগদ অর্থ পরিশোধ করতে হবে।
সোসাইটির প্রচার ও গণসংযোগ বিষয়ক সম্পাদক জানান , যারা সদস্য হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সদস্য হতে পারবেন। আমরা আশা করছি, সামনে নিবার্চনকে ঘিরে সদস্যরা আগ্রহসহকাওর সদস্য ফি জমা দিয়ে সদস্য হবেন।