প্রবাসীদের দেশে রেমিট্যান্স পাঠানোর সময় সর্বোচ্চ রেট , সর্বনিম্ন ফি ছাড়া্ও কম সময়ে বৈধ পথে টাকা পৌঁছে দেবার ক্ষেত্রে জনপ্রিয় মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সানমান এক্সপ্রেস। গেল দুই দশকের বেশি সময় ধরে এ প্রতিষ্ঠান প্রবাসীদের অর্থ দেশে পাঠানোর ব্যবস্থা করে থাকে। এবার সেই সানম্যান এক্সপ্রেসের প্রধান কার্যালয় পরিদর্শন করলেন সরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুরশেদুল কবীর ।
সম্প্রতি ,ওয়াশিংটন ডিসিতে ষষ্ঠ বার্ষিক ইউএস-বাংলাদেশ দ্বিপক্ষীয় ব্যাংকিং সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশের ব্যাংক খাতের হয়ে যোগ দিয়েছিলেন তিনি। ২০ মে শুরু হওয়া ওই সংলাপ শেষ হয় ২৩ মে । এরপর নিউইয়র্কের লাগুরডিয়া হোটেলে অফশোর ব্যাংকিং ডিপোজিট স্কিম নিয়ে স্থানীয় প্রবাসী ও বিনিয়োগকারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন । এই ক্যাম্পেইনের অংশ হিসাবে গেল ২৪ মে জ্যাসকন হাইটস্থ সানম্যান এক্সপ্রেসের হেড অফিস পরিদর্শন করেন । এ সময়, সময় সেখানে সানম্যান এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন, সিএফও আমিনুল ইসলাম, ম্যানেজার তানজিলা রহমান তন্বী, সানম্যান এক্সপ্রেসের রেমিট্যান্স পার্টনার এ্যাংকর ট্রাভেলস ও মানিট্রান্সফারের প্রেসিডেন্ট এএসএম মাইনুদ্দিন পিন্টু, পনস ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবু সাইয়িদ চৌধুরী, ও মর্টগেজ অফিসার সান্তুনু বরুয়া হিমু উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংকের প্রধান কীভাবে প্রবাসীদের সর্বোচ্চ সেবা দেওয়া যায় সে বিষয়ে মূল্যবান মতামত প্রদান করেন। আলোচনায় প্রবাসী ভাই-বোনদের কষ্টার্জিত অর্থ বৈধ উপায়ে, সহজ ও নিরাপদে দ্রুততম সময়ে দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ন মত বিনিময় হয়েছে।