যুক্তরাষ্ট্রে বসবাসকারী সিলেটের গোপালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বুধবারীবাজার ইউনিয়নের সর্বসাধারণের এক সভা অনুষ্ঠিত হয়ে গেল। গত ২৭ মে সোমবার নিউইয়র্কের সিটি লাইন ওজন পার্কের মোমোজ রেস্তরাঁয় আব্দুল মক্তদিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‘বুধবারীবাজার ইউনিয়ন অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক’ নামে একটি সামাজিক সেবামূলক সংস্থার যাত্রা শুরু হয়। সংস্থাটি সুচারুরূপে স্থাপনের জন্য ফয়ছল আমদকে আহ্বায়ক ও হাছনু হককে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক পরিষদ গঠন করা হয়। আহ্বায়কের অন্যান্য সদস্যরা হলেন কোষাধ্যক্ষ সচিব জহিরুল আলম, ক্রিয়া সচিব রাসেল আহমেদ, যোগাযোগ ও প্রকাশনা সচিব খালেদ হোসেন। সদস্য হচ্ছেন সমছ উদ্দিন, শিব্বির আহমেদ, আলিম উদ্দিন , নাজমুল হোসেন, রেজোয়ান আহমেদ, মুহিবুল ইসলাম, ফরিদ উদ্দিন, ইমরান হোসেন, আব্দুস সাত্তার দুলু, সৈকত আহমেদ, স্বপন উদ্দিন, রাফি আহমেদ, শাওন আহমেদ, মিছবা উদ্দিন, আরিফ আহমেদ, রুবেল আহমেদ, হোসেন আহমেদ। এছাড়া আহ্বায়ক পরিষদকে সার্বিক পরামর্শ ও সহযোগিতার জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। ওয়াহিদ পারভেজের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন জিয়া উদ্দিন, ফয়ছল আহমেদ, হাছনু হক, জহিরুল আলম, সোহেল জামান প্রমুখ।