Connect with us

কমিউনিটি সংবাদ

‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’র মাসিক আসর অনুষ্ঠিত

Published

on

‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’র মাসিক আসর অনুষ্ঠিত

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’র মাসিক সাহিত্য আসর। গত ৩১ মে শুক্রবার, জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হয় এ আসর। এবারের আসরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। কবির রচিত ‘যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ’ কবিতাটি পারভীন সুলতানার আবৃত্তির মধ্য দিয়ে এ আসরের সূচনা হয়। পুরো আসরটি পরিচালনায় ছিলেন অ্যাকাডেমির পরিচালক মোশাররফ হোসেন।
উক্ত আসরে আলোচনায় অংশ নিয়ে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, এই আসরে গুরু কবি শহিদ কাদরীকে দেখতে পাচ্ছেন তিনি। এ সময় নিউইয়র্কের ক্রম বিবর্তনের নানা ইতিহাস তুলে ধরে তিনি জানান যে, ‘যতদূরেই যান, তিনি বাংলার মাটিতেই থাকেন, বাংলার আকাশেই থাকেন, অথবা বাংলা বিস্তারে থাকেন৷’ আরও বলেন, ‘কবি শহিদ কাদরীর অন্তর থেকে উঠে আসা সৃষ্টিশীলতার এক প্রবাহ, যে প্রবাহ তিনি রেখেছিলেন বাংলাদেশে, সে প্রবাহের অনুরূপ একটি প্রবাহ তিনি সৃষ্টি করতে পেরেছেন এই শহরে, এবং সাহিত্য একাডেমিতে এর চর্চা আমি দেখতে পাচ্ছি। স্বীকার করতে চাই, আজ সাহিত্য একাডেমিতে যে কবিতাগুলো শুনেছি, অধিকাংশ কবিতা আমার ভালো লেগেছে। তবে কিছু কিছু কবিতায় ব্যাকরণের প্রক্রিয়ার অভাব আছে, সেটিও লক্ষ্য করেছি। মূলত, বোধ থেকে যে কথাগুলো উৎসারিত হয় তা-ই কবিতা, সে ছন্দকে আমরা বলি বোধের ছন্দ, সেটা অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত ছন্দ না। আপনি যদি প্রকৃত কবি হতে চান তাহলে কবিতার ব্যাকরণ শেখা ছাড়া অন্য কোনো পথ নেই।‘
আসরে সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস বলেন, ‘যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ’ কথাটি যদি সত্য হয়, তাহলে তিনি একজন ভালো বাঙালি। কেননা জন্ম ভারতে, পরে বাংলাদেশে আগমন, এরপর এখন আমেরিকার নাগরিক—তিন দেশ ঘুরে বাঙালিই আছি।
সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, কবি মুহম্মদ নূরুল হুদাকে সাহিত্য অ্যাকাডেমির আসরে পেয়ে আনন্দ বোধ করছি। ‘যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ’ চমৎকার তাঁর এই কথা, আজ বিশ্বব্যাপী আমরা একটা বাংলাদেশ গড়ে তুলেছি, এটি অবশ্য আন্তর্জাতিক বাংলাদেশ।‘ তিনি আরও বলেন, ‘কভিড সময়ে নিউইয়র্ক সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাভাষী লেখকরা অতিমারীর অভিজ্ঞতা নিয়ে অসাধারণ যে লেখাগুলো লিখেছেন, কেউ যদি উদ্যোগ নিয়ে সেখান থেকে বাছাইকৃত লেখা নিয়ে একটি সংকলন করেন, তবে তা অসাধারণ একটি কাজ হবে।‘
কাশবন প্রকাশনীর কর্ণধার ও লেখক আমিনুল ইসলাম বলেন, ‘বাংলার মায়েরা এখনও ছড়া পড়ে বাচ্চাদের ঘুম পাড়ায়, এই শহরেও এর অনুরণ চলে। সাহিত্য চর্চা করার, সাহিত্যকে ভালোবাসার বিপদ অনেক। বাংলাদেশের স্বাধীনতায় বুকের রক্ত ঢেলে দিয়েছেন মুনীর চৌধুরি, আব্দুল হাই, জহির রায়হান, শহীদুল্লাহ্ কায়সার সহ আরো অনেকে। এই যে দেশকে ভালোবেসে দূর দেশে বসে আপনারা সাহিত্য চর্চা করছেন অনেক প্রতিকূলতার মধ্যে। আপনাদের কবিতায় উঠে এসেছে দেশ, মানবপ্রেম, প্রকৃতি। শুনে আমার মনটা ভরে গেছে।‘
বিদ্যা প্রকাশের কর্ণধার, বীর মুক্তিযোদ্ধা ও লেখক মজিবর রহমান খোকা বলেন, ‘প্রবাসে এত বছর ধরে নিয়ম করে একটি সাহিত্য সংগঠনকে ধরে রাখা অত্যন্ত কঠিন কাজ।‘
এ সময় ছোট বেলা থেকে কবিতার প্রতি তার দূবর্লতার কথা জানান একুশে পদকপ্রাপ্ত কবি নাজমুন নেসা পিয়ারী । বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন কবিতার আসরে যাই, কিন্তু একসঙ্গে এত মানুষ পাওয়া সত্যিই হয় না।‘ আসরে আরো আবৃত্তি করেন আবির আলমগির, তাহরীনা পারভীন প্রীতি, শারমীন রেজা ইভা ও এম.এ সাদেক।
স্বরচিত পাঠে ছিলেন শামস আল মমীন, এবিএম সালেহ উদ্দিন, মনিজা রহমান, কাউসারী রোজী, মিনহাজ আহমদ, স্বপন বিশ্বাস, তাহমিনা খান, বেনজির শিকদার, লুৎফা শাহানা, সুরীত বড়ুয়া, রিমি রুম্মান, এলি বড়ুয়া, নাহিদা আশরাফী, জেবুন্নেসা জ্যোৎস্না, মাসুম আহমদ, আহমেদ ছহুল, শহিদ উদ্দীন, এসএম মোজাম্মেল হক, সবিতা দাস, আব্দুল আজিজ, মাসুমা রহমান, শান্তি আহমেদ, পলি শাহীনা প্রমুখ।
আসরে উপস্থিত ছিলেন, মনজুর আহমেদ, আবেদীন কাদের, প্রহ্লাদ রায়, সাইদা হুদা, আহমদ মাজহার, জাকারিয়া মাসুদ জিকো, আখতার আহমেদ রাশা, শিরীন বকুল, মনিকা রায় চৌধুরি, ওবায়দুল্লাহ মামুন, নাসির শিকদার, শ্যামলী আহমেদ, লিপি রায়হান, তাহমিনা শহিদ, ভায়লা সালিনা, সুলতানা খানম, শেলী জামান খান, সপন কুমার, সাহা পলাস, মাহফুজুর রহমান, ইমাম চৌধুরি, রওশন হক, মুনমুন সাহা, তুহিন সেলিনা আক্তার, এইচএম আজাদ, মিয়া এম আছকির, আব্দুল কাইয়ুম, সুমা রোজারিও, ফিরোজ শরীফ, শাহ আলম, সেলিম আফসারী, জাহিদ শরীফ প্রমুখ। সাহিত্য অ্যাকাডেমির আসরে উপস্থিত প্রায় সকলকে নিয়ে অন্বয় প্রকাশের কর্ণধার ও লেখক হুমায়ূন কবির ঢালি ‘অন্বয় প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৩’ ক্রেস্ট তুলে দেন পুরস্কার প্রাপ্ত লেখক, অভিনেত্রী রেখা আহমেদের হাতে।

Advertisement
Comments
Advertisement

Trending