মোহাম্মদ আজিজের সংবাদ সম্মেলন
এবার নিউইয়র্ক থেকে প্রকাশিত ’সাপ্তাহিক আজকাল পত্রিকা’র বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ। গেল ৪ জুন জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটা জানান। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজিজ তার প্রতিষ্ঠান ইয়োর ড্রিম হোম কেয়ার নিয়ে, গেল ২৪ মে সাপ্তাহিক আজকাল এ ইউর ড্রিম হোম কেয়ারকে কারণ দর্শানো নোটিশ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা পুরোপুরি মিথ্যা , বানোয়াট একই সাথে বিভ্রান্তিকর বলে জানান। বলেন , এ সংবাদ তার এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক ষড়যন্ত্র । এটি প্রকাশের কারণে এরই মধ্যে ব্যবসায়িক দিক থেকে বিপুল অঙ্কের আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। পাশাপাশি নিজে ও তিনি কমিউনিটিতে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। এর জলজ্যান্ত উদাহরণ উল্লেখ করে মোহাম্মদ আজিজ বলেন , গেল ৩১ মে আজিজের বিরুদ্ধে নানা অভিযোগ শিরোনামে আরেকটি মিথ্যা তথ্য পরিবেশন করা হয়। যা প্রবাসে বিপুল পরিচিতি প্রাপ্ত বাংলাদেশ সোসাইটিকে ও হেয় প্রতিপন্ন করেছে । আজিজ জানান , ঐ সংবাদে মিসবাহ আবেদীন ও ফরিদা ইয়াসমিনের করা তার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে এক মামলার বিকৃত বয়ান উপস্থাপন করা হয়েছে। যা এরই মধ্যে শুনানি বিজ্ঞ আদালত নাকচ করে দিয়েছে। কিন্তু সাপ্তাহিক আজকাল উদ্দেশ্যমূলকভাবে এ নিষ্পত্তির বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছে। এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা মনগড়া সংবাদ প্রকাশ করেছে । এ অবস্থায়, আইনজীবীর মাধ্যমে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মানহানির মামলার সিদ্ধান্তের কথা জানান তিনি। মোহাম্মদ আজিজ জানান , তার হোম কেয়ার ২০২২ সালে আইনজীবীর মাধ্যমে ক্রয় করেন তিনি। সে সময় মিসবাহ আবেদীন নামে ওই আইনজীবী তথ্য গোপন করে আইআরএস‘র কাছে প্রতিষ্ঠানের বকেয়া ৭ লাখ ৬০ হাজার ডলার , পরে তিনি তা পরিশোধ করেন। এ সংক্রান্ত তথ্যাদি প্রয়োজনে জনসম্মুখে আনার ও ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজিজ এর সাথে তার পুত্র ফয়সাল আজিজ এবং সরওয়ার খান বাবু উপস্থিত ছিলেন । তারাও পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। এদিকে, জনাব আজিজ প্রেস কনফারেন্স করার সময় ব্যবসায়ী শাহনাজ তার দলবল নিয়ে অস্ত্রসহ পেশী শক্তি প্রদর্শনের বিষয়টি অনেকে-ই কমিউনিটির জন্য অশনি সংকেত হিসাবে মনে করছেন