Connect with us

কমিউনিটি সংবাদ

মিথ্যা খবর প্রকাশের বিরুদ্ধে মানহানির মামলার প্রস্তুতি

Published

on

মিথ্যা খবর প্রকাশের বিরুদ্ধে মানহানির মামলার প্রস্তুতি

মোহাম্মদ আজিজের সংবাদ সম্মেলন

এবার নিউইয়র্ক থেকে প্রকাশিত ’সাপ্তাহিক আজকাল পত্রিকা’র বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ। গেল ৪ জুন জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটা জানান। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজিজ তার প্রতিষ্ঠান ইয়োর ড্রিম হোম কেয়ার নিয়ে, গেল ২৪ মে সাপ্তাহিক আজকাল এ ইউর ড্রিম হোম কেয়ারকে কারণ দর্শানো নোটিশ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা পুরোপুরি মিথ্যা , বানোয়াট একই সাথে বিভ্রান্তিকর বলে জানান। বলেন , এ সংবাদ তার এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক ষড়যন্ত্র । এটি প্রকাশের কারণে এরই মধ্যে ব্যবসায়িক দিক থেকে বিপুল অঙ্কের আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। পাশাপাশি নিজে ও তিনি কমিউনিটিতে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। এর জলজ্যান্ত উদাহরণ উল্লেখ করে মোহাম্মদ আজিজ বলেন , গেল ৩১ মে আজিজের বিরুদ্ধে নানা অভিযোগ শিরোনামে আরেকটি মিথ্যা তথ্য পরিবেশন করা হয়। যা প্রবাসে বিপুল পরিচিতি প্রাপ্ত বাংলাদেশ সোসাইটিকে ও হেয় প্রতিপন্ন করেছে । আজিজ জানান , ঐ সংবাদে মিসবাহ আবেদীন ও ফরিদা ইয়াসমিনের করা তার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে এক মামলার বিকৃত বয়ান উপস্থাপন করা হয়েছে। যা এরই মধ্যে শুনানি বিজ্ঞ আদালত নাকচ করে দিয়েছে। কিন্তু সাপ্তাহিক আজকাল উদ্দেশ্যমূলকভাবে এ নিষ্পত্তির বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছে। এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা মনগড়া সংবাদ প্রকাশ করেছে । এ অবস্থায়, আইনজীবীর মাধ্যমে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মানহানির মামলার সিদ্ধান্তের কথা জানান তিনি। মোহাম্মদ আজিজ জানান , তার হোম কেয়ার ২০২২ সালে আইনজীবীর মাধ্যমে ক্রয় করেন তিনি। সে সময় মিসবাহ আবেদীন নামে ওই আইনজীবী তথ্য গোপন করে আইআরএস‘র কাছে প্রতিষ্ঠানের বকেয়া ৭ লাখ ৬০ হাজার ডলার , পরে তিনি তা পরিশোধ করেন। এ সংক্রান্ত তথ্যাদি প্রয়োজনে জনসম্মুখে আনার ও ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজিজ এর সাথে তার পুত্র ফয়সাল আজিজ এবং সরওয়ার খান বাবু উপস্থিত ছিলেন । তারাও পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। এদিকে, জনাব আজিজ প্রেস কনফারেন্স করার সময় ব্যবসায়ী শাহনাজ তার দলবল নিয়ে অস্ত্রসহ পেশী শক্তি প্রদর্শনের বিষয়টি অনেকে-ই কমিউনিটির জন্য অশনি সংকেত হিসাবে মনে করছেন

Advertisement
Comments
Advertisement

Trending