বছরের সব চাইতে আলোচিত ছবি রায়হান রাফি পরিচালিত এবং মেগাস্টার সাকিব খান এবং দর্শক-নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত ‘তুফান’। আগামী শুক্রবার ২৮শে জুন নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস সহ আমেরিকা এবং কানাডায় তুফান মুক্তি পাবে বলে জানিয়েছেন তুফান-এর উত্তর আমেরিকা পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ। ছবিটি ঢাকায় মুক্তি পাচ্ছে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ১৭ই জুন।
আর আগামী শুক্রবার ২৮শে জুন ‘তুফান’-এর আন্তর্জাতিক রিলিজ হবে উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া এবং ভারতে। ‘তুফান’ নিয়ে জল্পনা-কল্পনা এবং আগ্রহ এখন তুঙ্গে। এর ঢেউ নিউ ইয়র্কেও পড়বে বলে বিশ্বাস করেন বায়োস্কোপ ফিল্মস এর রাজ হামিদ। এই ছবিটি বায়োস্কোপ ফিল্মসে এ যাবত পরিবেশিত ছবিগুলোর ভেতর সব চাইতে ব্যয় বহুল কি না, এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে তিনি বলেন, “পুরো আমেরিকা’র দর্শক তুফান-এর অপেক্ষায় আছে। এই ছবি একটি মাইলস্টোন হয়ে থাকবে বাংলা সিনেমায়। ‘তুফান’ এর প্রচারে আমরা এ চলচ্চিত্রটিকে সাকিব ভাইয়ের বাংলা চলচ্চিত্রে পঁচিশ বছর এবং তার অনুগত ভক্তদের উদ্দেশ্যে নিবেদন করতে চাই। সেই উপলক্ষ্যে জ্যাকসন হাইটস, টাইম স্কোয়ার এবং ব্রনক্স এ পথপ্রচার ও ভক্ত সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রেস মিট-এর আয়োজনও এই প্রোগ্রামগুলোর ভেতর অন্তর্ভুক্ত।
কলাকুশলীদের সবাই ডমেস্টিক প্রচারে ব্যস্থ থাকলেও জুলাই/আগস্ট মাসে বায়োস্কোপ ফিল্মস ছবিটি’র উদ্যাপন করবে বলেও অনুরাগীদের আশ্বাস দিয়েছেন রাজ হামিদ।
বায়োস্কোপ ফিল্মস এর অপর কর্ণধার নওশাবা রশিদ বলেন, “তুফান রায়হান রাফি’র ছবি। আমরা এ পর্যন্ত রাফি’র চারটি ছবি দেখিয়েছি। “তুফান” হবে আমাদের পঞ্চম রাফি চলচ্চিত্র। আমরা অত্যন্ত আশাবাদি।”
এখানে আরো বলা যায়, সাকিব খান অভিনীত এই ছবির টিজার/ট্রেইলার এবং দু’টি গান ইতিমধ্যে ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। বিশেষ করে এই টিজারে সাকিব খানের লুক, এন্ট্রি এবং ডায়ালগ প্রচন্ড চমক সৃষ্টি করেছে। ইতিমধ্যেই টাইটেল সং ১৫ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে।
নিউ ইয়র্কের কুইন্সে অবস্থিত “Kew Garden Cinemas” এবং লং আইল্যান্ডের ব্রডওয়ে মল-এ অবস্থিত Showcase Cinemas Hicksville-এ পুরো সপ্তাহ জুড়ে “তুফান” চলবে। এ ছাড়াও রিগাল সিনেমারক এবং AMC থিয়েটারগুলো’র ঘোষণা আগামী মঙ্গলবার ২৫শে জুন আসবে বলে জানান রাজ হামিদ।
নিউ ইয়র্ক ছাড়াও নিউ জার্সি, ভারজিনিয়া, ম্যারিল্যান্ড, বোস্টন, ফিলাডেলফিয়া, এটল্যান্টা, মিয়ামি, লস এঞ্জেলেস, সান ফ্রান্সিস্কো, সিকাগো, ড্যালাস, অস্টিন, হিউস্টন, ডেট্রয়েট, সিয়াটেল, ফিনিক্স, ডেনভার সহ বেশ কিছু শহরে “তুফান” চলবে বলে জানা গেছে।
“তুফান” ছবিটি আলফা-আই প্রডাকশেন্স এর ব্যানারে তৈরী করা হয়েছে। ডিজিটাল ডিস্ট্রিবিউশেন আছে চরকি এবং এসভিএফ। এ সিনেমায় সাকিব খান, চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিম সহ আরো অনেকে।
“তুফান” মেগাস্টার সাকিব খান অভিনীত ২৫০তম চলচ্চিত্র