Connect with us

কমিউনিটি সংবাদ

বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পথমেলায় মানুষের ঢল

Published

on

বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পথমেলায় মানুষের ঢল

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বৈশাখি পথমেলা। রবিবার, স্থানীয় ক্যাপ্টেন টিলি পার্ক ও ১৬৫-৬৫ ৮৪ অ্যাভিনিউতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘বাঙালীয়ানায় বাংলা উৎসব’ শীর্ষক এই আনন্দযজ্ঞে অংশ নিয়েছিলেন শত শত প্রবাসী বাংলাদেশি। দিনভর অনুষ্ঠানের মধ্যে দুপুরে পান্তা-ইলিশ আর ডাল-ভর্তা-ভাত আপ্যায়ন আর অপরাহ্ণে র্যালি, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
বেলা ২টার দিকে স্থানীয় ক্যাপ্টেন টিলি পার্কে মধ্যাহ্ন ভোজের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান পর্ব। এসময় খাবার পরিবেশন উদ্বোধন করেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিসট্রিক্ট লিডার এড লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, সালেহ আহমেদ, সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ বিলাল চৌধুরি, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সনি প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ নেওয়াজ গ্রুপ-এর প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ এবং গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাবেক সংসদ সদস্য এম এম শাহীন ও রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম। এ সময়, এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি ফারুক চৌধুরি, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরি, কার্যকরী সদস্য মোহাম্মদ সাদি মিন্টু, শিশু সাহিত্যিক হুমায়ুন কবীর ঢালি, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরি, সানমান এক্সপ্রেস-এর প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন, অ্যাংকর ট্রাভেলস ও মানী ট্রাভেলস-এর সিইও এএসএম মাইন উদ্দিন পিন্টু, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে ঢাক-ঢোল পিটিয়ে র্যালি শুরু হয়ে পথমেলা প্রাঙ্গণ ১৬৫-৬৫ ৮৪ অ্যাভিনিউতে এস সমবেত হয়। সেখানে মূল মঞ্চে শ্রী চিন্ময় সেন্টারের শিল্পীদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথিবৃন্দ ছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, সালেহ আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা বেগম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সাবেক কোশাধ্যক্ষ মোহাম্মদ আলী, সিটি কাউন্সিলম্যান জিম জিনারো, জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল, কুইন্স বোরো প্রেসিডেন্ট অফিসের চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, বিশিষ্ট রাজনীতিক জিল্লুর রহমান, গিয়াস আহমেদ, নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের সভাপতি ড. দীলিপ নাথ, জাকির চৌধুরি সিপিএ, খলিল গ্রুপের শেফ খলিলুর রহমান, রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম, ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ বিলাল চৌধুরি, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সনি, সদস্য সচিব রিজু মোহাম্মদ, প্রধান সমন্বয়কারী আলমগির খান আলম সহ অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কনসাল জেনারেল নামজুল হুদা বলেন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরেও সুসংগঠিত নেতৃত্বের জন্যই এই অর্জন সম্ভব হয়েছে। বাঙালির জাতীয় জীবনে মেলা ঐতিহ্য বহন করে বলে জানান তিনি। অনুষ্ঠানে ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের নেতৃত্বে সংগঠনের পক্ষ থেকে কমিউনিটিতে অবদান রাখার জন্য বিভিন্ন জনকে প্ল্যাক প্রদান করা হয়। এসময় সংগঠনের উপদেষ্টা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে চিত্র নায়িকা মৌসুমি, সঙ্গীত শিল্পী মিলা, বিন্দু কণা সহ প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, চন্দন চৌধুরি, শাহ মাহবুব, মরিয়ম মারিয়া সহ আমানত হোসেন আমান, অনিক রাজ প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও নৃত্যাঞ্জলীর শিল্পীরাও অংশ নেন এ আয়োজনে। মেলায় ছিল মানুষের ঢল। অনুষ্ঠানে কুইন্স বোরো প্রেসিডেন্ট ডোনাবান রিচার্ডের পক্ষ থেকে সাইটেশন প্রদান করা হয়। এছাড়াও কমিউনিটি সেবায় বিশেষ অবদান রাখার জন্য মেলার গ্র্যান্ড স্পন্সর নূরুল আজিম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, রিয়েল এস্টেট ব্যবসায়ী সাব্বির আহমেদ-কে প্ল্যাক প্রদান করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব উপস্থানায় ছিলেন এএফ মিসবাহউজ্জামান, জে মোল্লা সানি ও উপস্থাপিকা সোনিয়া। মেলা কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন: যুগ্ম আহ্বায়ক- রাসেক মালিক, লিটন আহমেদ, এস এম সোলায়মান, তরিকুল ইসলাম তুহিন, রাশেদুজ্জামান হিমু, সমন্বয়কারী আনোয়ার হোসেন, আবুল কাশেম, সুমন খান, মোহাম্মদ জাসিম, নিপা জামান, ইফাত ইয়াসমিন, যুগ্ম সদস্যসচিব এনায়েত মুন্সী, নওশাদ হায়দার, ইকবাল আহমেদ, আপন এইচ ইমাম এবং অর্থ উপ কমিটির চেয়ারম্যান বাবুল আখতার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, সেবুল মিয়া, বাবুল হায়দার, রেজাউল আলম অপু, কাজী আবু নাসের, আফরোজা রোজী, ফয়সাল আলম, আই খান সুলতান, সহদেব তালুকদার, শরিফ হোসেন, জিল্লুর রাহিম, তামান্না আইরিন ও মহিউদ্দিন পাটোয়ারী।

Advertisement
Comments
Advertisement

Trending