Connect with us

কমিউনিটি সংবাদ

সম্প্রীতির বার্তা দিয়ে অনুষ্ঠিত হয় নিউইয়র্ক ঈদগাহর ৫টি জামাত

Published

on

সম্প্রীতির বার্তা দিয়ে অনুষ্ঠিত হয় নিউইয়র্ক ঈদগাহর ৫টি জামাত

সম্প্রীতির বার্তা দিয়ে এবার অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক ঈদগাহর ৫টি জামাত। গেল ১৬ জুন রোববার, নিউইয়র্কের মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এবারের ঈদুল আযহা উপলক্ষ্যে জামাতের আয়োজন করা হয়। এ সময়, ঈদের নামাজে অংশ নিয়ে অমুসলিম প্রতিবেশীর রাস্তাঘাট, যানবাহন পার্কিং ও শপিং এ বিঘ্ন না ঘটিয়ে ঈদগাহর উপযুক্ত স্থান ডাইভার্সিটি প্লাজায় এসে ঈদের নামাজ আদায় করার জন্য এলাকার মুসল্লিদের প্রতি আহ্বান জানান নিউইয়র্ক ঈদগাহর পরিচালক ইমাম কাজী কায়্যূম।
এদিন সকালে, ধর্মপ্রাণ মুসল্লীরা তাদের সন্তানদের নিয়ে এসে ডাইভার্সিটি প্লাজায় এক সাথে ঈদ উদ্যাপন করার পাশাপাশি কমিউনিটিকে শান্তিপূর্ণ একটি সুন্দর ঈদ উপহার দেন। সূর্যোদয়ের পর থেকে ঈদ নামাজের সঠিক শরিয়ত সম্মত সময়ের দিকে খেয়াল রেখে এবং যারা দূরে সুবিধাজনক স্থানে কোরবানি দিতে যেতে চান, তাদের কথা বিবেচনা করেই প্রথম জামাতটি অনুষ্ঠিত হয় সকাল ৬টায়। এরপর ক্রমান্বয়ে ৭, ৮, ৯ ও ১০ টায়। নিউইয়র্ক ঈদগাহের আরোও ৪ টি জামাত সহ মোট ৫ টি জামাত অনুষ্ঠিত হয়। এমনকি মুসল্লিদের অনবরত আগমন চাপে ৫টি জামাতের পরও আরেকটি অতিরিক্ত জামাতের ব্যবস্থা করা হয় সকাল সাড়ে ১০টায়। শেষ জামাতটি যারা ধরতে পারেননি, অতিরিক্ত এই জামাতটি পেয়ে যেন তাঁদের ঈদের আনন্দ ছিল সবার চেয়ে বেশি। যেহেতু নিউইয়র্ক ঈদগাহ সকল মুসল্লির কথা বিবেচনায় সব সময়ই রাখে, তাই পরিস্থিতির বিবেচনায় এর আগেও এমন ব্যবস্থা নিউইয়র্ক ঈদগাহ নিয়েছে।

Advertisement
Comments
Advertisement

Trending