Connect with us

কমিউনিটি সংবাদ

খালেদা জিয়ার উপদেষ্টা হলেন বেবি নাজনীন

Published

on

বেবি নাজনীন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত হয়েছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। গেল ১৫ জুন, শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বেবী নাজনীনসহ মোট ১০ নেতাকে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা করেছে বিএনপি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত বেবী নাজনীন। এতদিন দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।
গত সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন বেবী নাজনীন। আধুনিক সংগীতে শতাধিক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সংগীতজীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমানতালে।
বেবী নাজনীন একাধিক বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। শুধু কণ্ঠশিল্পীই নন, তিনি একজন গীতিকবিও। নিজের গাওয়া অনেক গান নিজেই লিখেছেন। গান লেখা ছাড়া কবিতাও লেখেন বেবী নাজনীন। এ পর্যন্ত তার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

Advertisement
Comments
Advertisement

Trending