Connect with us

কমিউনিটি সংবাদ

জানালা টপকে বাসায় অজ্ঞাত ব্যক্তির অনুপ্রবেশ আতঙ্কে বাঙালী পরিবার

Published

on

জানালা টপকে বাসায় অজ্ঞাত ব্যক্তির অনুপ্রবেশ আতঙ্কে বাঙালী পরিবার

নিউইয়র্কের অন্যতম বাঙ্গালী অধ্যুষিত এলাকা এস্টোরিয়ায় এক বাঙালী পরিবারের ৪ তলার ফ্ল্যাটে ফায়ার এক্সিটের জানালা টপকে অজ্ঞাত ব্যক্তির অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এসময় রুমে থাকা ১১ বছর বয়সী কন্যাশিশু আতঙ্কিত হয়ে চিৎকার করলে আবারো জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায় অজ্ঞাত ওই ব্যক্তি। এ ঘটনায় পরিবারটি পুলিশের সহয়তা চাইলে যথাসময়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিবারের সদস্য আনিকা ইসলাম বলেন, ২২ জুন রাত ৮টার দিকে দুই সন্তানকে নিয়ে বাসায় ছিলাম। কিচেন থেকে হঠাৎ মেয়ের চিৎকার চেঁচামেচি শুনে বেডরুমে দৌঁড়ে গিয়ে দেখি জানালা থেকে একটা ছায়ামূর্তি লাফ দিচ্ছে। এসময় শব্দ করে জানালা বন্ধ হয়ে যায়। আমার ১১ বছর বয়সী মেয়ে ওই অজ্ঞাত ব্যক্তিটিকে এভাবে রুমে ঢুকতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনায় আমরাও অনিরাপদ বোধ করছি।
এদিকে, অনুপ্রবেশকারী অজ্ঞাত ব্যক্তির বিবরণ দিতে গিয়ে আনিকা ইসলাম বলেন, রুমে প্রবেশ করা লোকটি কৃষ্ণাঙ্গ আমেরিকান। তার পরনে সাদা গেঞ্জি, সাদা প্যান্ট ও সাদা রঙের জুতা পরা ছিলো। ঘরে ঢোকার সময় তার মুখে কোন মাস্ক ছিলোনা বলেও জানায় সে। ফোন করার পর পুলিশ আসে। পুলিশ এসে বাসার চারপাশ ভালোমতো পরিদর্শন করেন। অজ্ঞাত ব্যক্তিটি যেখানে লাফ দেয় সে জায়গাটিও দেখে যান। দু’তিনদিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে বলেও আশ্বাস দেন তারা।

Advertisement
Comments
Advertisement

Trending