Connect with us

কমিউনিটি সংবাদ

মিশিগানে জমকালো আয়োজনে গোয়াইনঘাটবাসীর বনভোজন

Published

on

মিশিগানে জমকালো আয়োজনে গোয়াইনঘাটবাসীর বনভোজন

যুক্তরাষ্ট্রে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের বনভোজনে প্রবাসীদের ঢল নেমেছিল। গত রোববার দুপুরে ওয়ারেন সিটির হলমিচ পার্কে আনন্দঘন পরিবেশে কমিউনিটি নেতৃবৃন্দসহ মিশিগানের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বনভোজনে অংশ নেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরীর সঞ্চালনায় সৌহার্দ্য সম্প্রীতিতে আগত অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।
দুপুর থেকে মিশিগানের বিভিন্ন সিটি থেকে বনভোজনে যোগ দেন গোয়াইনঘাটসহ বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশিরা। কেউ আসেন পরিবার পরিজন নিয়ে, কেউবা আসছেন বন্ধু-বান্ধবের সাথে। শিশু,নারী পুরুষ সব বয়সের মানুষের মিলন মেলায় উৎসবমুখর হয়ে উঠে জমকালো আয়োজনটি৷ দিনব্যাপী এ বনভোজনে ছিল শিশু-কিশোর ও নারী-পুরুষদের জন্য নানান ধরনের খেলাধুলার ব্যবস্থা। বনভোজন আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একে অপরের সাথে সম্প্রীতির বন্ধন তৈরি করছেন বলে মন্তব্য করেন অতিথি হিসেবে উপস্থিত হওয়া গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।
সংগঠনের কার্যকরী কমিটির সকল সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠানে ভিড় ছিল দেশি-বিদেশি অতিথিদের। অনুষ্ঠানে হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলম্যান ছাড়াও ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩০টি ইভেন্টে ১২০জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে শেষ হয় বনভোজনের দ্বিতীয় পর্ব। সবশেষ কণ্ঠশিল্পী শাফি ও দুরুদ মিয়া গান পরিবেশন করেন। জীপগাড়িসহ ১৭টি আকর্ষণীয় র্যা ফেল ড্রয়ের জয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় সকল আনুষ্ঠানিকতা।

Advertisement
Comments
Advertisement

Trending