Connect with us

কমিউনিটি সংবাদ

নিউইয়র্কে ইবি-৩ ভিসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Published

on

নিউইয়র্কে ইবি-৩ ভিসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আমেরিকায় ইবি-৩ ভিসার মাধ্যমে কীভাবে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া যায় সে সংক্রান্ত এক সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল গত ১৭ আগস্ট। জ্যামাইকায় ব্রাইট হরিজন সলিউশনস আয়োজিত এ সেমিনারে বক্তারা ছিলেন অ্যাটর্নি শফি চৌধুরী, যিনি ইবি-৩ ভিসা প্রক্রিয়ার আইনি দিক নিয়ে আলোচনা করেন। আহাদ আলী সিপিএ, ইবিও ভিসা-প্রক্রিয়ার আর্থিক দিক নিয়ে বক্তব্য রাখেন। মো. লিটন আহমেদ, যিনি নিয়োগকর্তা ও কর্মচারীর মধ্যে যোগাযোগ এবং প্রয়োজনীয় কৌশল নিয়ে কথা বলেন।
এ সময় অংশগ্রহণকারীরা এই ভিসা-প্রক্রিয়া এবং তার সফল আবেদনের কৌশল ছাড়াও এটি কীভাবে কর্মচারী ও নিয়োগকর্তা উভয়ের জন্য উপকারী হতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। উপস্থিত অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের থেকে এ বিষয়ে অবহিত করেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং ব্রাইট হরিজন সলিউশনসের এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। সেমিনারে অতিথিরা বিভিন্ন প্রশ্ন করেন, যা বিশেষজ্ঞরা বিস্তারিতভাবে উত্তর দেন। ইবিও ভিসার মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার জন্য মোট কত সময় লাগে? এই প্রশ্নের উত্তরে অ্যাটর্নি শফি চৌধুরী এসকিউ বলেন, ‘ইবিও ভিসা-প্রক্রিয়ার সময়কাল নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর, যেমন আবেদনকারীর দেশ, প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন হওয়ার সময় এবং ইউএসসিআইএসের প্রসেসিং সময়। সাধারণত ২৪ থেকে ৩৬ মাস সময় লাগে। তবে কিছু ক্ষেত্রে সময়কাল কমবেশি হতে পারে।’ তাদের প্রশ্নের সরাসরি সমাধান পান, যা তাদের ইবিও ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ব্রাইট হরিজন সলিউশানস আয়োজিত ছবিও ভিসা সেমিনার ইবিও ভিসা-প্রক্রিয়ার জন্য কতটা অর্থনৈতিক খরচ হতে পারে? এই প্রশ্নের উত্তরে আহাদ আলী সিপিএ বলেন, ইবিও ভিসার জন্য খরচ নির্ভর করে আইনি ফি, ডকুমেন্ট প্রস্তুতির খরচ এবং অন্যান্য প্রশাসনিক খরচের ওপর। সামগ্রিকভাবে ২০ হাজার ডলার থেকে ২৫ হাজার ডলার বা তার বেশি হতে পারে। এটি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ভিন্ন হতে পারে। কেউ ইবিও ভিসাপ্রাপ্তির পর কত দিনে তার পরিবারকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে পারবে? এ বিষয়ে মো. লিটন আহমেদ বলেন, যদি কারও ইবিও ভিসা অনুমোদিত হয় এবং তিনি গ্রিন কার্ড পেয়ে যান, তাহলে তার স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী সন্তানেরাও একই সঙ্গে গ্রিন কার্ডের জন্য যোগ্য হবেন। পুরো প্রক্রিয়াটি একসঙ্গে করা সম্ভব, যা সময় এবং জটিলতা কমায়। তবে নিশ্চিত করতে হবে, সব ডকুমেন্টেশন সঠিক এবং সময়মতো জমা দেওয়া হয়েছে, যাতে কোনো বিলম্ব বা জটিলতা না হয়।

Advertisement
Comments
Advertisement

Trending