Connect with us

কমিউনিটি সংবাদ

রোববার থেকে ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন

Published

on

newyork-somoy

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন। আগামী রোববার ও সোমবার নিউইয়র্কের জ্যামাইকায় ম্যারি লুইস একাডেমিতে অনুষ্ঠিত হবে এ আয়োজন। আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট ও সিইও আলমগীর খান আলম জানান, হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার

সংস্কৃতি, সেই সংস্কৃতিকে কিঞ্চিৎ তুলে ধরার আমাদের আন্তরিক প্রয়াস ‘ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন ২০২৪’। তিনি জানান, উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ মৃদুত করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে প্রথম শুরু হয় বাংলাদেশ সম্মেলন। দুই দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে কোনো প্রবেশ মূল্য নেই এবং রয়েছে সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি, খাবার স্টল এবং আকর্ষণীয় মেগা কনসার্ট।

Advertisement
Comments
Advertisement

Trending