Connect with us

কমিউনিটি সংবাদ

নিউইয়র্কে যাত্রা শুরু করলো ‘সাপ্তাহিক বাংলা পোস্ট’

Published

on

নিউইয়র্কে যাত্রা শুরু করলো ‘সাপ্তাহিক বাংলা পোস্ট’

নিউইয়র্কে আত্মপ্রকাশ করলো আরেকটি পত্রিকা—সাপ্তাহিক বাংলা পোস্ট। গত ১৯ আগস্ট সোমবার লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘বারী মিডিয়া’র উদ্যোগে ‘বাংলা পোস্ট’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ ও গণ্যমান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ছিল শুভেচ্ছা, এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে নৈশভোজ। এই প্রকাশনা অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের স্বাগত জানান পত্রিকাটির প্রকাশক আসিফ বারী। এসময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হন প্রকাশক আসিফ বারী এবং সম্পাদক মুনমুন হাসিনা বারী।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস’র উপস্থিতিতে বারী পরিবার, বারী গ্রুপ ও বারী মিডিয়ার সংক্ষেপে পরিচয় ও বৃত্তান্ত তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এখন থেকে সপ্তাহের প্রতি মঙ্গলবার ‘বাংলা পোস্ট’ প্রকাশিত হবে। প্রিন্ট ভার্সনের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে পত্রিকাটি। পত্রিকাটি পড়ার জন্য পাঠকদের কোন অর্থ ব্যয় করতে হবে না। জানানো হয়, বারী গ্রুপ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বারী মিডিয়ার মাধ্যমে কমিউনিটির সেবায় সাপ্তাহিক পত্রিকা ও অনলাইন পোর্টাল ‘বাংলা পোস্ট’কে নিয়ে আসছে সম্পূর্ণ নতুন ও আধুনিক রূপে।
অনুষ্ঠানে ‘বাংলা পোস্ট’ পত্রিকার লক্ষ্য, উদ্দেশ্য ও কাজের ক্ষেত্র সংক্ষেপে তুলে ধরা হয় যেখানে কমিউনিটির সেবাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাংলা পোস্ট পত্রিকার মাধ্যমে নিউইয়র্কে এই প্রথম কোনো বাংলা পত্রিকা নারী সম্পাদক পেতে যাচ্ছে। সাপ্তাহিক বাংলা পোস্টের উপদেষ্টা সম্পাদক হিসেবে আছেন প্রবীণ সাংবাদিক এবং যুক্তরাষ্ট্র প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক এখন সময় ও এমসিটিভিইউএসের কর্ণধার কাজী সামসুল হক, নিউজ ও ডিজিটাল সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন সায়েম শুভ, নির্বাহী সম্পাদক পদে আহমেদ জাবের চৌধুরী এবং ব্যবস্থাপনা ও বিপণন সম্পাদক হিসেবে থাকছেন সাইফুল ইসলাম। ঢাকা ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাংবাদিক কাজি রাহাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক নিউইয়র্ক সময়ের সম্পাদক ও জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন-জেবিবিএর সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট সংগীতশিল্পী রানো নেওয়াজ, খলিল গ্রুপের কর্ণধার ও খ্যাতনামা শেফ মো. খলিলুর রহমান, কুইন্স ডেমোক্র্যাট পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, শোটাইম মিউজিকের আলমগীর খান, জেবিবিএর দুই অংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, তেরিপালাডিনি, মো. এম মজুমদার, প্রিন্স রায়হান, মশিউর রহমান, এবিএম মিজানুল হাসান, আতোয়ারুল আলম, জিল্লুর রহমান জিল্লুর, রুহুল আমিন সরকার, নাসির আলী খান পল, রকি এলিয়েনসহ অনেকে। অনুষ্ঠানের উপস্থাপনা করেন মিডিয়া ব্যক্তিত্ব ফাতেমা শাহাব রুমা।
এছাড়া অনুষ্ঠানে নিউইয়র্কের প্রায় সব মিডিয়ার সম্পাদক/সিইও এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও ও আজকাল পত্রিকার সম্পাদক শাহনেওয়াজ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান, সাপ্তাহিক খবরের সম্পাদক ফরিদ আলম, লেখক-সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন, ইউএসএনিউজ২৪.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ফটোসাংবাদিক নিহার সিদ্দিকী, তুষার প্রমুখ। ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের চেয়ারম্যান ও সিইও এবং বারী গ্রুপ স্বপ্ন দেখে বারী মিডিয়ার সাপ্তাহিক পত্রিকা বাংলা পোস্ট স্বচ্ছতায় অবিচল থেকে আমেরিকায় অনন্য ভূমিকা পালন করবে। এ ছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কমিউনিটির প্রতি দায়িত্বশীল থাকবে।

Advertisement
Comments
Advertisement

Trending