সামার ভ্যাকেশন শেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নিউইয়র্কের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ফিরে যাবে স্কুলে। সবাই তাই নতুন ক্লাসে ফিরে যাবার সকল প্রস্তুতি শুরু করেছে ইতিমধ্যেই। এ বিষয়টিকে মাথায় রেখে ২২ আগস্ট জ্যামাইকার হিলসাইড এভিনিউতে ননপ্রফিট সংগঠন ‘ভালো’র উদ্যোগে ব্যাক টু স্কুল গিভওয়ে প্রোগ্রামের আয়োজন করা হয়। দুপুর থেকেই শতশত শিক্ষার্থী, অভিভাবক দীর্ঘ লাইনে দাড়িয়ে ব্যাক গিফটগুলো নিতে হাজির হয়েছিলেন ‘ভালো’র কার্যালয়ের সামনে।
ভালো’র দেয়া গিফট গুলোর মধ্যে ছিলো স্কুল ব্যাক, সকল প্রকার স্কুল সাপ্লাই, কলম পেন্সিল সহ বিভিন্ন গিফট। আয়োজনটি চলাকালীন কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী মেলিন্ডা কার্টস অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে ভালো’র এই উদ্যোগের প্রশংসা করেন এবং উৎসাহ দেন। এদিন প্রায় ৫০০শ শিক্ষার্থী ব্যাক টু স্কুল গিভওয়ে গিফটগুলো সংগ্রহ করে।
ভালোর পরিচালক শাহরিয়ার রহমান নিউইয়র্ক সময়কে জানান, আমরা অনেকদিন যাবত কমিউনিটির সেবায় নানা ধরণের কাজ করে যাচ্ছি, কিন্তু তা মানুষকে দেখানোর জন্য নয়, মন থেকে সেবা করেই আমরা মানুষের পাশে থাকতে চাই। আশা করছি ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে আরো বেশী মানুষের পাশে দাঁড়াতে পারবো। এখানে উল্লেখ্য যে ভালো সংগঠনটি নিউইয়র্কের একটি ননপ্রফিট সমাজকল্যাণ সংগঠন, যারা গত কয়েক বছর যাবত বিভিন্ন সেবামূলক কর্মকান্ড করে বেশ সুনাম অর্জন করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য রোজার সময় ইফতার সামগ্রী বিতরন, ঈদের সময় ঈদের বিভিন্ন পন্য বিতরন সহ নানান কর্মকান্ড।বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাক টু স্কুল সামগ্রী বিতরন আয়োজনটিতে স্পনসর হিসেবে ছিলো ডায়নামিক একাউন্টিং সার্ভিস, ডিএইচ কেয়ার হোম কেয়ার এজেন্সী এবং রিভারটেল।